তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে চাঁদার টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর

ত্রিশালে চাঁদার টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ
[ভালুকা ডট কম : ২৬ নভেম্বর]
ময়মনসিংহের ত্রিশালের বইলর বাজার এলাকায় মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে চাদার দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাংচুরের সময় বাঁধা দিতে গিয়ে আহত হন দোকান মালিকের ছেলে ও গ্যারেজ মিস্ত্রি। ভোক্তভোগি দোকান মালিক রুহুল আমিন ওই ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িত রুকনকে আটক করে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, বইলর বাজারে দীর্ঘদিন যাবত ক্রয়কৃত নিজেস্ব জমিতে ঘর নির্মাণ করে মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের ঝাইয়ারপাড় গ্রামের রুহুল আমিন ও তার ছেলে হুমায়ুন কবির। দোকান মালিকের বাড়ি বইলর বাজার থেকে প্রায় ৪/৫ কিলোমিটার দুরে থাকায় স্থানীয় প্রভাবশালী রুকন উদ্দিন, শফিকুল ইসলাম, শাহিনুর রহমান, এমদাদুল হক, জুলহাস, আলফাজ ও দেলোয়ার পাঁচ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুকন উদ্দিন গংরা লোকজন নিয়ে রুহুল আমিনের মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ভাংচুর করে। এসময় লুট করা হয় দোকানের সকল মালামাল।

ভাংচুর ও লুটপাটে বাঁধা দিতে গিয়ে আহত হন দোকান মালিকের ছেলে হুমায়ুন কবির ও গ্যারেজ মিস্ত্রি আমিরুল। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওই ঘটনায় ২৩ নভেম্বর শনিবার ত্রিশাল থানায় মামলা দায়ের করেন ভোক্তভোগি দোকান মালিক রুহুল আমিন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওইদিন রাতেই রুকন উদ্দিনকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব জানান, ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় রুকন উদ্দিনকে  আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই