তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ভালুকায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ১৮ ডিসেম্বর]
ভালুকায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিতি হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় শ্রমিকলীগের কার্যালয়ে মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের একাংশ ও বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মিলনের নেতৃত্বে অপর অংশ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার লিখিত বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর কলেজ মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যাণারের একটি ছবিকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করে ও দেখে নেয়ার হুমকী দেন। এ সময় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, ঠান্ডু মিয়া, আাইনাল হোসেন ও আতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

অপর অংশের সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ উক্ত অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেন।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল হোসেন খান মিলন উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার পুণর্বাসন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদারের বিরুদ্ধে প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধার চাঁদার টাকা ও অনুদানের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেন।

তিনি বলেন, এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার জহিরুল ইসলাম ঢালী, আমিন উলাহ খান, নাজিম উদ্দিন ও পারভেজ খোকন প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই