তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বন্য প্রাণীর খাদ্য সরবরাহের জন্য আলোচনা

ভালুকায় বন্য প্রাণী রক্ষা ও খাদ্য সরবরাহের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২৯ ডিসেম্বর]
ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্দোগে বন্য প্রাণী (বানর ও হনুমান) রক্ষা ও খাদ্য সরবরাহের লক্ষ্য ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান তোফয়েল আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপজেলা বন কমিটির সভাপতি হাজী আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন, সমাজ সেবক হাজী শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও নুরুল ইসলাম প্রমুখ।

হাজী শহিদুল ইসলাম জানান, বানর ও হনুমানদের জন্য দুই মাস যাবৎ কলা, গম, রুটি ও বিস্কুট খাদ্যদ্রব্য দিয়ে আসছি। এতে প্রায় প্রতিদিন ২ হাজার টাকা করে খরচ হচ্ছে। সকলের সহযোগিতা পেলে সারাবছর খাবার দেওয়া সম্ভব।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু জানান, বন্য প্রানী (বানর ও হনুমান) রক্ষায় খাদ্য সরবরাহের জন্য স্থানীয় সুশীল সমাজের লোকদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। প্রতি মাসে সকলের সহযোগিতায় খাদ্য কলা, গম, রুটি ও বিস্কুট সরবরাহ করা হবে।

হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, শহিদুল ইসলাম সাহেব একটি মহৎ কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে প্রায় ১ হাজার বানর ও হনুমান রয়েছে। সরকারি বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ আসলেও তা খুবই সিমিত। ইউপি চেয়ারম্যান যে উদ্দোগ নিয়েছেন তা প্রশংসনীয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই