তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মেধাবী তিথীর মৃত্যুতে গৌরীপুরে শিক্ষার্থীদের শোক র‌্যালি

মেধাবী তিথীর মৃত্যুতে গৌরীপুরে শিক্ষার্থীদের শোক র‌্যালি
[ভালুকা ডট কম : ১৫ জানুয়ারী]
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তিথী পালের (১২) মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুরে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান প্রতিভা পরিবারের উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় গৌরীপুর পৌর শহরে এ শোক র‌্যালিটি বের হয়। এতে প্রভিভা কোচিং সেন্টার, এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ভার্টেক্স টিচিং পয়েন্ট, ইক্বরা এডুকেশনের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।

শোক র‌্যালি শেষে প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সানের পরিচালক ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ আব্দুল হাই, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, ভার্টেক্স টিচিং পয়েন্টের পরিচালক শহিদুল ইসলাম মিল্টন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলমি আল রাজ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ নিরাপদ সড়কের দাবি করেন।উল্লেখ্য, তন্দ্রাচ্ছন্ন ট্রাকচালক ও হেলপারের অসাবধানতার কারনে গৌরীপুর পৌর শহরে কালিখলা নামক স্থানে সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৭টার দিকে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয় মেধাবী ছাত্রী তিথী। এতে আহত হয় তার সহপাঠী রূপা।

এদিকে সড়ক দুর্ঘটনায় তিথীর অকাল মৃত্যুর ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে যায় গৌরীপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উঠে প্রতিবাদের ঝড়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান তিথীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্যানার টানিয়েছেন। তাদের সবার দাবি একটাই নিরাপদ চাই, তিথীর মত যেন আর কাউকে যেন হারাতে না হয়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই