তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা

গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা
[ভালুকা ডট কম : ২৬ জানুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পাবলিক হলে রবিবার (২৬ জানুয়ারী) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে দিনব্যাপি এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ দিন সকাল ১০ টায় এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় এ কর্মশলার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ব্যবস্থাপনায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও তাঁদের ভূমিকার উপর গুরত্বারোপ করেন তিনি।

ময়মনসিংহের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম মসিউল আলম, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ময়মনসিংহের এফপিসিআইকিউইউআইটি’র রিজওনাল কনসালন্টেড ডাঃ মাহবুবুল আলম, সিসি ময়মনসিংহের সহকারি পরিচালক ডাঃ আব্দুর রউফ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, রিয়াদুজ্জামান রিয়াদ, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।

এ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আরা আক্তার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই