তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সখীপুরে অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

সখীপুরে মা- মেয়েকে শ্লীলতাহানী অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন
[ভালুকা ডট কম : ০২ ফেব্রুয়ারী]
টাঙ্গাইলের সখীপুরে মা-মেয়েকে শ্লীলতাহানি ও বসতবাড়ীতে হামলাকারী বারেক , সোহরাব, আফসার ও মারফত আলীকে অভিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বড়চওনা - ধৈনাজানি সড়কের ইন্দারজানি বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন  করা হয়।

মানববন্ধনে ডিএম শামছুল হকের সভাপতিত্বে, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সৈয়দ আবদুল মালেক শুকু মেলিটারি, ইন্দারজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রিপন তালুকদার, নাজমুল হক, জামাল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য দেন। বক্তারা এসময় এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। মানববন্ধনে স্থানীয় বণিক সমিতির সদস্য, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ওই গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ  অংশ নেয়।

প্রসঙ্গত: গত মঙ্গলবার সকালে উপজেলার ভাতগড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সোরহাব সহ তাঁর সাঙ্গপাঙ্গরা ওই গ্রামের ফাহিমা খাতুনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফাহিমা ও তার মেয়েকে বিবস্ত্র ও মারপিট করে। এ ঘটনায়  ফাহিমা খাতুন বাদি হয়ে ওই দিনই সখীপুর থানায় মামলা করলে অভিযুক্ত বারেক মিয়াকে গ্রেফতার করে কারাগারে সখীপুর থানা পুলিশ।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বারেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে । অপর আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই