তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে স্বাস্থ্য শিক্ষা কার্যাক্রম নিয়ে আলোচনা সভা

মুজিববর্ষ উপলক্ষে
নান্দাইলে স্বাস্থ্য শিক্ষা কার্যাক্রম নিয়ে আলোচনা সভা
[ভালুকা ডট কম : ১৬ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রোববার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুজিব শত বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাঃ ভূইয়া সাবাব আহমেদ বলেন, শিশুদের ১৬ মাস বয়সে একটি শব্দ এবং ২৪ মাস বয়সে দুইটি শব্দের সংমিশ্রনে একটি বাক্য বলতে না পারাই অটিজমের লক্ষন ।

তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেস্টা প্যানেলের বিশেষজ্ঞ ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেস্টা কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র তনয়া সায়মা ওয়াজেদ পুতুল, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অটিজম ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের নির্দেশক্রমে  নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন ডাঃ দেবাসীষ দাস, মেডিকেল অফিসার ডাঃ ভূইয়া সাবাব আহমেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সদস্য এনামুল হক বাবুল, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নারায়ন চন্দ্র সরকার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হক, এসআইটি আহসান উদ্দিন আকন্দ সোহাগ, এএইচআই খোকন চন্দ্র দেবনাথ, স্বাস্থ্য সহকারি শামীম আনোয়ার আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।#  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই