তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে নির্মানের সাত বছরেও সংস্কার হয়নি সড়ক

গৌরীপুরে নির্মানের সাত বছরেও সংস্কার হয়নি সড়ক,চলাচলের অযোগ্য
[ভালুকা ডট কম : ২৪ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগড় ইউনিয়নের গৌরীপুর টু শাহগঞ্জ সংযোগ সড়কের দারিয়াপুর হইতে তেলীহাটী বাজার ভায়া অষ্টগড় পর্যন্ত সংযোগ রাস্তায়  ৫০০ মিটার রাস্তার পাকাকরন  কাজের ২০১৩ সালের ২০শে ফেব্রুয়ারী আনুষ্টানিক ভিত্তি  প্রস্থর স্থাপন করেন  তৎকালীন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মুজিবুর রহমান ফকির এমপি।

আই, আর, আই, ডি, পি, প্রকল্পের আওতায় গৌরীপুর এলজিইডি অফিসের বাস্তবায়নে পাকা সড়কটি নির্মান করেন ঠিকাধারী প্রতিষ্টান। যাহার চুক্তি মূল্য ২৪.৬৩.৩০০.০০ টাকা। রাস্তার কার্পেটিং করা পাথর উঠে গেছে অনেক আগেই এমনকি ইটের খোয়া ও বালি হয়ে মিশে যাচ্চে মাটির সাথে,  অনেক জায়গায় নিচ দিকে ডেবে পড়ছে অনেক মাঝখানে উটের পিঠের হয়ে আছে।বর্তমানে এই রাস্তায় নির্মানের পর থেকে অদ্যবদি পর্যন্ত কোন খবর নেয়নি গৌরীপুর এলজিইডি অফিস

এলাকারাসীর অভিযোগে জানা যায় দীর্ঘ সাত বছর আগে এই রাস্তাটি পাকাকরন করা হয়েছিল কিন্তু এর পরে আর কোন দিন কার্পেটিং  করা হয়নিএক্ষেত্রে সরকারের এতটাকা নষ্ট করার কি দরকার ছিল?  বর্তমানে এই রাস্তা দিয়ে রিক্সা বা অটোরিক্সা তো দুরের কথা পায়ে হেঁটে গেলেও দুর্ঘটনার শিকার হতে হয়।অনেকেই মাটির রাস্তা ছিল অনেক ভালই ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের এক মহিলা জানান আমার মেয়েকে গর্বভতী অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তার কি হয়েছে লোক সমাজে  কি ভাবে বলব।তিনি বলেন তবে আমার মেয়ের মত অন্য কারও মেয়ের যেন না হয়। এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ আব্দুল ওয়াহেদ জানান এই রাস্তা সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই