তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান পাইলট বালিকা

গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
[ভালুকা ডট কম : ১২ মার্চ]
মুজিববর্ষ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১০মার্চ) দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্তপর্ব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্যথ বির্তকের পক্ষদলে অংশ নেয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজনী রায়, মারিয়া সুলতানা ঐশী, মায়মুনা আক্তার রীমা চ্যাম্পিয়ান হয়। বিপক্ষ দল শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানারআপ হয়। পক্ষদলের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সৃজনী রায়।

বিচারকের দায়িত্ব পালন করেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাম্মদ হোসেন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, সঞ্চালক ছিলেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

বিজয়ী ও রানার আপ বির্তাকিকদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পপিথর প্রতিনিধি কিশোরগঞ্জের বির্তক কর্মী রকিবুল হান্নান মিজান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালকুদার, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, ডক্টর এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই