তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

টেকনাফে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

টেকনাফে  ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
[ভালুকা ডট কম : ১৮ ফেব্রুয়ারী]
কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সময় অভিযানে জব্দ করা প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২)। একই সঙ্গে প্রায় ৯ লাখ মদ জাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিকট হস্তান্তর করার জন্য মজুদ করা হয়েছে।  মঙ্গলবার সকাল ৯ টার দিকে বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন দফতরে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এর উপস্থিতিতে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ৪২ ব্যাটালিয়নের পৌঁছে দফতর পরিদর্শন করেন। এর পর তাকে কোয়ার্টার গার্ডে একটি সুসজ্জিত চৌকশ গার্ডের সালাম। ব্যাটালিয়নের অফিসার, জেসিও’স, এনসিও’স, সৈনিক এবং অসামরিক কর্মচারীদের উপস্থিতিতে দরবার দরবার শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন। এসময় বিজিবি’র চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মেদ আলী, কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল খোন্দকার ফরিদ হাসান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, অনুষ্ঠানে গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত জব্দ করা মালিক বিহীন বিভিন্ন প্রকার ৩ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৮ শত টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়। একই ৮ লাখ ৬৫ হাজার ৫ শত টাকা মূল্যের বিদেশী মদ জাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনকে হস্তান্তরের জন্য মজুদ রাখা হয়। বিজিবির তথ্য মতে ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ৮৬ হাজার ইয়াবা, ৭ হাজার ৮৮১ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৯৮৫ বোতল ম্যান্ডেলা রাম মদ ছাড়াও মিয়ারমারের বিভিন্ন প্রকার মদ রয়েছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই