তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে বিরল রোগে আক্রান্ত স্কুল ছাত্রী লাভলী

নান্দাইলে বিরল রোগে আক্রান্ত স্কুল ছাত্রী লাভলী,যেন সমাজের বোঝা
[ভালুকা ডট কম : ১০ অক্টোবর]
ময়মনসিংহের নান্দাইলে বিরল রোগে আক্রান্ত স্কুল ছাত্রী লাভলী আক্তার (১৩) যেন পরিবার ও সমাজের বোঝা হয়ে দাড়িয়েছে। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে সর্বক্ষন।প্রতিদিন ১টি চোখ ব্যাতীত নিজের মুখখানা কাপড় দিয়ে ঢেকে স্কুলের শ্রেণীকক্ষের সর্বশেষ বেঞ্চে বসে পাঠদানে অংশ নেয়। স্কুলের সহপাঠী, খেলার বন্ধুরা ও সমাজের মানুষগণ তাকে ঘৃণিত চোখে দেখে। আবার অনেকে দূর দূর করে সরিয়ে দেয়। একের পর এক বিদ্যালয় বদলাতে হয়েছে। তাকে দেখলে চোখ ফিরিয়ে নেয় সবাই। এই দূরারোগ্য বিরল রোগ যেন তাঁর স্বাধীনতাকে কাবু করেছে।

জানাযায়, নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের আগমুশুলী গ্রামের পারুলা খাতুন ও সাইদুর রহমানের মেয়ে লাভলী আক্তার।  জন্মের পর থেকেই সে এই রোগে আক্রান্ত। অর্থের অভাবে সুচিকিৎসার করতে না পারায় ধীরে ধীরে রোগটি বিরাট আকার ধারন করে। এতে তারঁ একটি চোখ, মুখ সহ ঘাড়ের বর্ধনটুকু বিকৃতি ধরনের হয়ে যায়। ফলে এক রকম গৃহবন্ধী হয়ে থাকতে হয় লাভলীকে। বর্তমানে সে আলংপুর আব্দুল বারিক রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

এ বিষয়ে তাঁর মা-বাবা বলেন,শত হলেও তো নিজের সন্তান। কি আর করবো তাকে তো আর ফেলে দিতে পারিনা। আল্লাহ যেন এরকম রোগ আর পরিবারে না দেয়। লাভলীর বাবা কৃষক সাইদুর রহমান জানান, সংসারে  ৭ জন সদস্যের খাবার যোগাতেই দম পুড়িয়ে যায়, তার উপর মেয়ের যে উন্নত চিকিৎসার করাবো তার সামর্থ্য নেই। বর্তমানে লাভলীর বাবা-মা সরকারীভাবে মেয়েটির উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

লাভলী আক্তারকে সহযোগীতা করার জন্য তাঁর নানা আব্দুল সোবহান (০১৯১৮-১৭০৪০৩/০১৭৬৮-৫৮১১০৩৯) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই