তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে ভিজিএফ চাল ওজনে কম,পরিষদে হামলা

গফরগাঁওয়ে ভিজিএফ চাল ওজনে কম দেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদে হামলা
[ভালুকা ডট কম : ০৮ আগস্ট]
বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভিজিএফ চাল ওজনে কম দেয়ার অভিযোগে পাঁচবাগ ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর করেছে দুস্থ,অসহায় সুবিধাভোগি কার্ডধারীরা।উপজেলা নির্বাহী অফিসার ও ভিজিএফ কমিটির সভাপতি কাজী মাহাবুব উর রহমান জানান,খবর পেয়ে আমি ঘটনা  স্থলে উপস্থিত হয়ে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলামকে সঠিক নিয়মে পনের কেজি করে চাল বিতরণের নির্দেশ দিয়েছি।

জানাযায়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় উপজেলায় অসহায়,দুস্থ ব্যক্তি পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করে।এ কার্যক্রমে উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ৪হাজার ৮শ’৯০ জন দুস্থ,অসহায় ব্যক্তিদের তালিকা প্রনয়ন করেন ইউনিয়ন পরিষদ।এতে প্রত্যেক পরিবারের জন্য ১৫ কেজি করে ৭২ মে.টন চাল বরাদ্ধ প্রদান করেন গফরগাঁও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়।বুধবার থেকে পাঁচবাগ ইউনিয়ে চাল বিতরণ শুরু করা হয়।কার্ডধারী খুরশিদ মহল গ্রামের নাছিমা খাতুন অভিযোগে করে বলেন,সরকারি নির্দেশ অনুযায়ী আমাদেরকে ১৫ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৯/১০ কেজি।

স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হজরত আলী অভিযোগ করে বলেন,চাল বিতরেণ শুরু থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম কতিপয় মেম্বারদের সহযোগিতায় দুস্থ ও অসহায়দের চাল ওজনে কম দিয়ে আসছেন।দুস্থদের চাল ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় আমার সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডা হয়েছে।বৃহস্পাতিবার চাল বিতরণে দ্বিতীয় দিনেও দুস্থ ও অসহায়দের মাঝে ১৫ কেজি স্থলে ৮/৯ কেজি করে চাল বিতরণ করা হয়।এনিয়ে দুস্থ ও অসহায় ব্যক্তি পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তারা ইউনিয়ন পরিষদে হামলা চালায়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম জানান,পরিষদে সঠিক নিয়মে চাল বিতরণ কার্যক্রম চলছিল।স্থানীয় নেতাদের সুবিধা না দেওয়ার কারণে তারা ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে চাল লুঠপাট করতে চেয়ে ছিল।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই