বিস্তারিত বিষয়
গৌরীপুরে গুলিবিদ্ধ হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ
গৌরীপুরে ৬৯’র গণঅভ্যুত্থানে মিছিলে গুলিবিদ্ধ হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ
[ভালুকা ডট কম : ২৬ জানুয়ারী]
১৯৬৯’র ২৭ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুরে গণঅভ্যুত্থানের মিছিলে তৎকালীন পুলিশের ছুঁড়া গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই ছটফটিয়ে মৃত্যুবরণ করেন গৌরীপুর সরকারি কলেজের ছাত্র আজিজুল হক হারুন। এদিন হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ। নির্বাক হয়ে মিছিলে অংশগ্রহনকারী তার সহপাঠীরা। এরপর থেকে প্রতি বছর ২৭ জানুয়ারী স্থানীয়ভাবে এদিনটিকে শহীদ হারুন দিবস হিসেবে পালন করে আসছেন গৌরীপুরের স্থানীয় লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৬৯ সনে ২৭ জানুয়ারি সারাদেশের ন্যায় প্রতিদিনের মত গৌরীপুর মহাবিদ্যালয়, আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের গোবিন্দ বাড়ীর সামনে আসা মাত্রই তৎকালীন মহকুমা প্রশাসকের নেতৃত্বে একদল পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওইদিন গৌরীপুর রেলষ্টেশন এলাকায় জড়ো হয়ে হরতালের ডাক দিয়ে শহরে একটি মিছিল বের করে। মিছিলটি বর্তমান হারুন পার্ক এলাকায় আসা মাত্রই পুলিশ ও আনসাররা অতর্কিতে টিয়ার গ্যাস এবং গুলি ছুঁড়ে হামলা চালায়। এসময় পুলিশের ছুঁড়া গুলি মিছিলে অংশগ্রহনকারী গৌরীপুর মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র আজিজুল হক হারুনের গলায় এসে বিদ্ধ হয়। এতে হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ। মৃত্যুযন্ত্রণায় ছটফটিয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। শহীদ হারুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ছামারুল্লাহ গ্রামের মৃত মিয়া বক্স সরকারের ছেলে। মৃত্যুর পর তাকে নান্দাইল-আঠারবাড়ি সড়কের পাশে সমাহিত করা হয়।
উল্লেখ্য অনুরূপ ঘটনায় ২০ জানুয়ারি রাজধানীতে শহীদ হন আসাদ ও নবকুমার ইনস্টিটিউটের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মতিউর রহমান এবং ২৪ জানুয়ারি ময়মনসিংহ শহরে শহীদ হন আলমগীর মনসুর মিন্টু।
প্রতিবছর গৌরীপুরে ২৭ জানুয়ারি শহীদ হারুণ দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়ে আসলেও হারুনের পরিবারের খবর কেউ রাখেনা। যে স্থানটিতে হারুন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন সে এলাকায় তার নামে স্থাপন করা হয় শহীদ হারুন পার্ক। কিন্তু সেটি আজ বিলীনের পথে। হারুনের মৃত্যুর প্রায় ৪২ বছর পর গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের আবেদনের প্রেক্ষিতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের উদ্যোগে শহীদ হারুন পার্ক ময়দানে স্থাপন করা শহীদ হারন স্মৃতিস্তম্ভ।
ময়মনসিংহের গৌরীপুরে শহীদ হারুণ স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার (২৭ জানুয়ারি) ৬৯’র গণঅভ্যুত্থানে শহীদ হারুন দিবস উপলক্ষে প্রভাত ফেরী, শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ
-
গৌরীপুরের মেয়ে রুমা জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত [ প্রকাশকাল : ০৩ নভেম্বর ২০২০ ০৩:২৬ অপরাহ্ন]
-
সংগীতকে নিয়ে বেঁচে থাকতে চান ওস্তাদ আব্দুল মান্নান [ প্রকাশকাল : ০২ নভেম্বর ২০২০ ০৩:১১ অপরাহ্ন]
-
ক্যান্সারে আক্রান্ত জিনিয়া বাঁচতে চায়,প্রয়োজন সহযোগিতার [ প্রকাশকাল : ৩০ অক্টোবর ২০২০ ০৫:০৭ অপরাহ্ন]
-
আধুনিক ও সমৃদ্ধ শ্রীপুর পৌরসভা গড়ার অঙ্গীকার ফরিদের [ প্রকাশকাল : ১৪ অক্টোবর ২০২০ ০২:৪৮ অপরাহ্ন]
-
শ্রীপুর পৌরসভাকে গ্রীন পৌরসভায় রূপান্তর করতে চান রবিন [ প্রকাশকাল : ১৩ অক্টোবর ২০২০ ০১:২৬ অপরাহ্ন]
-
সবুজ আন্দোলন আদমদীঘি সমন্বয়কারী হলেন পারভেজ [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৫ অপরাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২০ ১১:০০ অপরাহ্ন]
-
আলোকিত প্রতিচ্ছবি মোঃ মিজানুর রহমান [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২০ ০১:৩০ অপরাহ্ন]
-
আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে মেয়েটি [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২০ ০৬:১২ অপরাহ্ন]
-
এমপি ইসরাফিল আলমের সুস্থতা কামনায় কোরানখানি [ প্রকাশকাল : ২০ জুলাই ২০২০ ০৯:৩০ অপরাহ্ন]
-
আবুল হোসেন পীর সাহেবের ওফাত দিবস পালিত [ প্রকাশকাল : ২০ জুলাই ২০২০ ০৪:২৯ অপরাহ্ন]
-
বিধবা ভিক্ষুকের পাশে ঢাবি ছাত্র লীগ নেতা সঞ্জিত [ প্রকাশকাল : ১৭ জুলাই ২০২০ ০৭:০৬ অপরাহ্ন]
-
একটি হারানো বিজ্ঞপ্তি [ প্রকাশকাল : ১৪ জুলাই ২০২০ ০৯:৫৫ পূর্বাহ্ন]
-
ইন্দ্রধনুর রং [ প্রকাশকাল : ২০ জুন ২০২০ ০৯:৫০ অপরাহ্ন]
-
একটি নিখোঁজ সংবাদ [ প্রকাশকাল : ১০ জুন ২০২০ ০৮:১১ অপরাহ্ন]