তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

গৌরীপুরে পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা শুরু
[ভালুকা ডট কম : ১০ মার্চ]
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪ টায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উদ্বোধনী খেলায় সহনাটি ইউনিয়নের দলকে পারজিত করে জয়লাভ করে শ্যামগঞ্জ একাদশ।

গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ প্রমুখ।

ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, এ কাবাডি প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহন করেছে। ২৬ মার্চ এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই