তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে দুই মাসের বকেয়া বেতনের শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বকেয়া বেতনের শ্রমিক অসন্তোষ
[ভালুকা ডট কম : ২২ মার্চ]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।রোববার সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করে কারখানা অভ্যন্তরে অবস্থান করছে শ্রমিক ও কর্মকর্তারা।

কারখানার শ্রমিকরা জানায়, নায়াগ্রা টেক্সটাইল এর সুইং সেশকনের স্টাফদের গত দুই মাস যাবৎ বেতন দেয়া হচ্ছে না। সকালে বকেয়া বেতনের দাবিতে ওই স্টাফরা কর্মবিরতির ঘোষণা করে কারখানা থেকে বেরিয়ে আসে। কারখানার অন্যান্য শ্রমিকরা বকেয়া অর্জিত ছুটির টাকা দায়ের দাবী তুলে তাদের সাথে যোগ দিয়ে মুল ফটকের ভিতরে বিক্ষোভ করতে থাকে । শ্রমিকরা কারখানার মেইন গেট বন্ধ করে গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীরে হোসেন মজুমদার জানান, অর্জিত ছুটির টাকার দাবীতে কর্ম বিরতি পালন করছে। কারখানার ভিতরে শান্তিপুর্ণভাবে অবস্থান করছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#


 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই