তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আমার একটা কলম আছে

"আমার একটা কলম আছে" আবুল হাসেম
[ভালুকা ডট কম : ০২ এপ্রিল]
আমার লিখার মতো একটা কলম আছে।
কলমে কালি আছে, কলমটাও নতুন,
কিন্তু আমি  লিখতে পারি না,,,
হয়তো ভাবছেন, আমি স্বল্পশিক্ষিত,
কিংবা বানান শুদ্ধ করে লিখতে জানিনা।।

ভূল আপনার ধারনা ভূল!
কেনো লিখতে পারিনা শুনবেন?
হয়তো বললে আমি এরেস্ট হবো,
হয়তো রাজনৈতিক ভাবে হেনস্তার স্বীকার হবো,,
কলম কেড়ে নেওয়া হতে পারে,
ভেঙে ফেলা হতে পারে আমার কলম,
কেটে ফেলা হতে পারে হাতের কব্জি।।

তবে আমি লিখতে জানি।।
আমি লিখতে জানি অন্যায়ের বিরুদ্ধে,
আমি লিখতে জানি,ঘুষ, দুর্নীতি
আর ভূয়া রাজনীতিবিদের বিরুদ্ধে।।

কতবার কতলোকে ভয় দেখিয়েছে,
তোমার কলম ভেঙে ফেলা হতে পারে,
তবুও থামিনী,কলম চলেছে চলবে,,,



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই