তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

করোনা,চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, মৃত্যু আরও ৪৪

করোনা শনাক্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, মৃত্যু আরও ৪৪
[ভালুকা ডট কম : ১৩ জুন]
করোনা শনাক্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ, মৃত্যু আরও ৪৪,দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। এর মধ্যদিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলে বাংলাদেশ। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন।

আজ (শনিবার) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ১৩৯ জন। নতুন যে ৪৪জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন ও চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন বলেও জানান তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯টি পরীক্ষাগারে ১৪,০৩৫টি নমুনা সংগ্রহ ও ১৬, ৬৩৮টি পরীক্ষা করা হয়েছে। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৫৭৮ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জাতীয় বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই