তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গফরগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
[ভালুকা ডট কম : ১৪ অক্টোবর]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্ছু মিয়ার বিরুদ্ধে জনৈক মৃত ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে।পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খাঁন জানান,এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানাযায়,উপজেলার উস্থি ইউনিয়নের কলুরগাঁও গ্রামের মরহুম আবুল কালাম বাবুল খানের  পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আস ছিল ইউপি সদস্য বাচ্ছু মিয়ার।বিরোধপূর্ণ জমি আপোষ মিমাংসার স্থানীয় ভাবে গ্রামে একাধিক সালিশ বৈঠক বসে।সাম্প্রতি শালিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিজগণ উভয় পক্ষের কাগজপত্র দেখে মরহুম আবুল কালাম বাবুল খানের পরিবারের লোকজনকে ১লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করার জন্য বাচ্ছু মেম্বার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়।কিন্তু ইউপি সদস্য বাচ্ছু মিয়া ও আব্দুর রঊফ শালিসগণের সিদ্ধান্ত অমান্য করে মরহুম আবুল কালাম বাবুল খানের জমি দখলে নেয়ার চেষ্টা করে।তাতে বাঁধা দিলে প্রতিপক্ষের উপর হামলা করে বাচ্ছু মেম্বার।মৃত আবুল কালাম বাবুলে ছেলে রনি খান অভিযোগ করে বলেন,আমার বাবা ১৯৯৮সালে বাচ্ছু মেম্বারের কাছ থেকে ২০ শতাংস  জমি ক্রয় করেন।প্রায় চার মাস হয়েছে আমার বাবা মারা গেছে।বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের জমি জোর করে দখলে নিতে চায় বাচ্ছু মেম্বার।

ইউপি ছাত্রলীগের আহবায়ক রাসেল আহাম্মেদ জানান,বাচ্ছু মেম্বার এক জন খারাপ প্রকৃতির লোক।তিনি সব সময এলাকায় চোর ডাকাত নিয়ে চলা ফেরা করে।ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো: ফরিদ সরকার জানান,শালিসগণের  সিন্ধান্ত অমান্য করে কোন কারণ ছাড়াই প্রতিপক্ষের উপর হামলা করে বাচ্ছু মেম্বার ও এলাকার চিহিৃত সন্ত্রাসী আব্দুর রউফ।

ইউপি সদস্য বাচ্ছু মিয়া জানান,রনির বাবা আবুল কালাম বাবুলের কাছে আমি জমি বিক্রি করেছি বেশ কয়েক বছর আগে।এখনও কিছু টাকা পাব।পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওরাই আমার উপর হামলা করেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই