তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শহীদ ছয় মুক্তিযোদ্ধার কবর পাকাকরন শুরু

গৌরীপুরে শহীদ ছয় মুক্তিযোদ্ধার কবর পাকাকরন শুরু
[ভালুকা ডট কম : ৩১ অক্টোবর]
মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি সংরক্ষনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে পাকাকরন করা হচ্ছে ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর। শুক্রবার (৩০ অক্টোবর) গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদ আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিকী কবর স্থাপনের মধ্য দিয়ে গৌরীপুরে সরকারের এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ কবর পাকাকরনের কাজ সম্পন্ন হবে।

গৌরীপুওে যেসকল শহীদের কবর পাকাকরন হবে তারা হলেন গৌরীপুর পৌর শহরের শহীদ মনজু সড়ক এলাকার শহীদ আনোয়ারুল ইসলাম মঞ্জু, উপজেলার গিধাউষা গ্রামের শহীদ সিদ্দিকুর রহমান, পাছার গ্রামের শহীদ আব্দুল হাই, বাঙ্গুরিহাটা গ্রামের শহীদ আনোয়ারুল ইসলাম, লক্ষীপুর গ্রামের শহীদ আব্দুল মজিদ, সানিয়াপাড়া গ্রামের শহীদ সুরুজ আলীর কবর। এছাড়া পলাশকান্দা যুদ্ধে শহীদ মতিউর রহমানের কবর ঈশ্বরগঞ্জের খইরাটি গ্রামে পাকাকরন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহিম ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।

গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদ আনোয়ার হোসেন মনজুর প্রতিকী কবর স্থাপনের কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, শহীদ আনোয়ার হোসেন মনজুর ভাই ম. নুরুল ইসলাম, গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, ময়মনসিংহের এস আর এন্টারপ্রাইজের ঠিকাদার আবু বকর রানা প্রমুখ।এসময় মুক্তিযুদ্ধের সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া  পরিচালনা করা হয়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই