তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত
[ভালুকা ডট কম : ৩১ অক্টোবর]
“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই স্লোগানে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শনিবার পুলিশ লাইনস ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন বলেও জানান বক্তারা।এসময় ১১টি থানান অফিসার ইনচার্জ, উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই