তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ১০ টাকা কেজি দরের ৩২ বস্তা চাল জব্দ

ভালুকায় ১০ টাকা কেজি দরের ৩২ বস্তা চাল জব্দ
[ভালুকা ডট কম : ০৯ নভেম্বর]
ভালুকা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৩২ বস্তা (প্রায় একটন) চাল জব্দ করা হয়েছে। রোববার রাতে উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকায় একটি পিকআপ ও পরিত্যাক্ত ঘর থেকে ওই  চাল উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

সূত্রে জানা যায়,  রোববার রাত ২ টার দিকে উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল একটি পিকআপে উঠাতে দেখেন কয়েক জন ব্যক্তি। এই বিষয়টি ৯৯৯ নম্বরে ফোনে জানানো হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি পিকআপ থেকে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা ও বাজারের আব্দুর রাজ্জাকের পরিত্যাক্ত ঘর থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উপজেলার চানঁপুর বাজারের ডিলার আনোয়ার হোসেনের । কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে হয়তো চাল গুলো সরিয়ে ফেলা হচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দূর্নীতি দমন কমিশন (দুদক) কে অবহিত করে চাল উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য আনোয়ার হোসেনের মোঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভালুকা খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মাসুদ আলম ফরহাদ জানান, গত ৫ নভেম্বর চাঁনপুর বাজারের ডিলার আনোয়ার হোসেন খাদ্যবান্ধব কর্মসূচির ৫৭৪ বস্তা (৩০ কেজির) ১৭ টন ২২০ কেজি চাল উত্তোলন করে নিয়ে যান। আজ সোমবার  থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কথা রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই