তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত

দেড় যুগ পর অনুষ্ঠিত হচ্ছে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন
[ভালুকা ডট কম : ১৪ নভেম্বর]
দেড় যুগ পর ২৬ নভেম্বর কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন হতে যাচ্ছে। এদিকে সন্মেলনকে ঘিরে দলের নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুন নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন। তবে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা দলের বয়োজেষ্ঠ নেতাদের। এদিকে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সন্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। সন্মেলনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল সামিয়ানা।

সন্মেলন উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কর্ণেল (অব:) ফারুক খান এমপি সভাপতি মন্ডলির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ডা: দিপু মনি এমপি, মন্ত্রী শিক্ষা মন্ত্রণারয় ও যুগ্নসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, মির্জা আজম এমপি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,মেহের আফরোজ চুমকী এমপি মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীল,মো: আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। সন্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: মুরাদ কবীর ও সঞ্চালন করবেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শিকদার মোশারফ হোসেন। কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।

সেইবার সন্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন চাপাইর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা গাজী ছামান উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: কামাল উদ্দিন শিকদার। ২০১০ সালে গাজী ছামান উদ্দিন আহমেদ মারা যান। ফলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান শরীফকে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়। এঘটনার পর ২০১৩ সালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের এক সভায় ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফকে বাদ দিয়ে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: নাসিম কবীরকে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

২০১৭ সালে গাজীপুর জেলা আওয়ামীলীগের এক সভায় উপজেলা আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সংগঠনের সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক হিসাবে সাবেক মন্ত্রী মরহুম শামসুল হক সাহেবের ভাতিজা মো: মুরাদ কবীরের নাম ঘোষণা করেন। এরপর কোন প্রকার কমিটি গঠন ছাড়াই কামাল উদ্দিন শিকদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মো: মুরাদ কবীর সাধারণ সম্পাদক হিসাবে উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা করতে থাকে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় চলতি বছরের ১লা অক্টোবর অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের এক সভায় কামাল উদ্দিন শিকদারকে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে আনুষ্ঠানিক অব্যাহতি দেয়া হয়।

এরপর জেলা আওয়ামীলীগের এক সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুরাদ কবীরকে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও কামাল উদ্দিন শিকদারের ছোট ভাই শিকদার মোশারফ হোসেনকে যুগ্ন আহবায়ক ঘোষণা করা হয়। দুই সদস্যের ওই আহবায়ক কমিটির উদ্যোগে ২৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে।দীর্ঘদিন পর সন্মেলন হচ্ছে তাই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। নতুন করে দৌঁড়ঝাপ শুরু হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে। সম্ভাব্য প্রার্থীরা নতুন করে দলের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে এ পর্যন্ত  যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) মো: কামাল উদ্দিন শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: মুরাদ কবীর,জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী ছামান উদ্দিন আহমদের পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করীম রাসেল,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শিকদার মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলীর নাম শোনা যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: মুরাদ কবীর জানান,৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে সোয়া তিনশ' কাউন্সিল দলের নতুন নেতা নির্বাচন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে হবে কাউন্সিল। তবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলরদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমেই উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সম্ভাবনা বেশি বলে মনে করেন তিনি। জেলা আওয়ামীলীগের মানবসম্পদ সম্পাদক,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করীম রাসেল বলেন, আমরা নতুন মোড়কে পুরাতন নেতৃত্ব চাই না। আমরা চাই যারা মাঠের নেতা ছিলেন,লড়াই সংগ্রাম করে দুর্দিনে দলকে সহযোগিদতা করেছেন তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত হোক। এটাই সংগঠনের ত্যাগী ও তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যাশা।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ বলেন,আমার প্রত্যাশা নতুন কমিটি প্রবীণ-নবীনের সমন্বয়ে গঠিত হবে। আমি চাই কাউন্সিলরের মাধ্যমে নেতা নির্বাচিত হোক। তবে দল যে সিদ্বান্ত্ম নিবে তা মেনে নিব।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই