বিস্তারিত বিষয়
নওগাঁয় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ অসহায় পরিবার
নওগাঁয় বাড়ির সামনে চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ অসহায় পরিবার
[ভালুকা ডট কম : ২৩ নভেম্বর]
নওগাঁর বদলগাছীতে পূর্বশত্রুতার জেরে দরিদ্র এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। বাড়ি থেকে বের হতে না পেরে অসহায় হয়ে পড়েছে দরিদ্র আব্দুস সালামের পরিবার। স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার মফের আলীর ছেলে সোহেল রানা। উপজেলার বালুভরা ইউনিয়নের কুশারমুড়ি গ্রামে গত দুইদিন থেকে বাড়ির দুই পাশে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। অসহায় আব্দুস সালাম প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুশারমুড়ি গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার মফের আলীর ছেলে সোহেল রানা দরিদ্র অসহায় আব্দুস সালামের স্ত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত দুই মাস আগে আব্দুস সালামের বাড়িতে মাদক আছে সন্দেহে তাকে ও তার স্ত্রীকে মারপিট করে সোহেল রানা। ঘটনায় বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সোহেল রানাসহ পাঁচজনকে আসামী করে মামলা হয়। মামলায় সোহেল রানাকে আটক করে জেল হাজতে পাঠায় থানা পুলিশ। ১২দিন হাজতবাস করে জামিনে বেরিয়ে আসেন সোহেল রানা। এরপর মামলা তুলে নিতে আসামীরা বিভিন্নভাবে হুমকি অব্যাহত রাখছে বলে অভিযোগ ভূক্তভোগীদের। সর্বশেষ শনিবার (২১নভেম্বর) অসহায় আব্দুস সালামের বাড়ির উত্তর ও দক্ষিণ পাশে চলাচলের রাস্তায় সোহেল রানা তার লাঠিয়াল বাহিনী দিয়ে বাঁশের শক্ত বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা তৈরী করেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে আব্দুস সালামের পরিবারের ৬ সদস্য। দরিদ্র অসহায় পরিবারটি বাড়ি থেকে বের হতে পারছেন না। খেটে খাওয়া দরিদ্র পরিবারটি এখন প্রায় উপোশ থাকার মতো অবস্থা।
কুশারমুড়ি গ্রামের ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, প্রভাবশালী মফের আলীর ছেলে সোহেল রানা দীর্ঘদিন তার পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে। মামলার পর তারা আরো বেপারোয় হয়ে পড়েছে। মামলা তুলে নিতে এখন হুমকি-ধামকি দিয়ে আসছে। মামলা তুলে নিতে না চাওয়ায় তারা শনিবার বাড়ির দুই পাশে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে। বাড়ি থেকে বের হতে পারছিনা। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
একই গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, তারা প্রভাবশালী হওয়ায় আমাদের জমি জোরপূর্বক দখলে নিতে চায়। এনিয়ে গত দুই বছরের অধিক সময় ধরে মামলা চলছে। তারা কোন কিছুকে তোয়াক্কা করতে চাননা। প্রভাবশালীদের এ অত্যাচার থেকে মুক্তি পেতে চান স্থানীয়রা।
এদিকে অভিযুক্ত সোহেল রানা হুমকি ধামকি দেয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, কাউকে অবরুদ্ধ করতে নয়; বরং কবরস্থান রক্ষায় বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতোদিন কেন বেড়া দেয়নি এমন প্রশ্নের কোন উত্তর তিনি দেননি।
স্থানীয় বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন বলেন, ঘটনাস্থল দেখেছেন। একটি বাড়ির সামনে চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করা ঠিক হয়নি। দুই পক্ষ যদি আসে আপোষ করে একটি ফায়সালার ব্যবস্থা করা হবে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি অবগত নয় বলে জানান। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ
-
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ [ প্রকাশকাল : ১৯ জানুয়ারী ২০২১ ০৪:০০ অপরাহ্ন]
-
থানায় মাদক মামলা দিয়ে গ্রামবাসীকে ফাসনোর অভিযোগ [ প্রকাশকাল : ১৭ জানুয়ারী ২০২১ ০৬:০৬ অপরাহ্ন]
-
শার্শায় ব্যাটারীচালিত ভ্যান উল্টে এক মহিলার মৃত্যু [ প্রকাশকাল : ১৫ জানুয়ারী ২০২১ ০৪:০৪ অপরাহ্ন]
-
মদনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২১ ০৮:১৬ অপরাহ্ন]
-
মদনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আহত-৫ [ প্রকাশকাল : ১১ জানুয়ারী ২০২১ ০৫:১৬ অপরাহ্ন]
-
নান্দাইলে এনজিও সার্ড-মুশুলীর শীত বস্ত্র বিতরণ [ প্রকাশকাল : ১১ জানুয়ারী ২০২১ ০৫:০৬ অপরাহ্ন]
-
রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার পেলো দৃষ্টি প্রতিবন্ধী [ প্রকাশকাল : ১১ জানুয়ারী ২০২১ ০৪:০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে অগ্নিকান্ডে ৪ জন মৃত্যূ আহত-১৫ [ প্রকাশকাল : ১১ জানুয়ারী ২০২১ ০২:৩৩ অপরাহ্ন]
-
নওগাঁয় পুলিশের ব্যতিক্রম সব কর্মকান্ড [ প্রকাশকাল : ০৯ জানুয়ারী ২০২১ ০২:০৭ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত [ প্রকাশকাল : ০৯ জানুয়ারী ২০২১ ০২:০৪ অপরাহ্ন]
-
পোরশায় প্রশাসন এর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২১ ১১:০০ অপরাহ্ন]
-
নওগাঁয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২১ ০৯:৩৩ পূর্বাহ্ন]
-
শ্রীপুরে শীতার্ত মানুষের মাঝে সাংসদ সবুজের কম্বল বিতরণ [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৫:১৮ অপরাহ্ন]
-
নওগাঁয় মুজিববর্ষের উপহার পাচ্ছেন ১০৫৬জন গৃহহীন [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৫:০৬ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ভেকু মেশিনের নিচে পড়ে শিশুর মূত্যূ [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৫:০৪ অপরাহ্ন]