বিস্তারিত বিষয়
নওগাঁয় যাত্রী ছাউনির জায়গা প্রভাবশালীদের দখলে
নওগাঁয় যাত্রী ছাউনির জায়গা প্রভাবশালীদের দখলে,ভোগান্তিতে যাত্রীরা
[ভালুকা ডট কম : ২৬ নভেম্বর]
নওগাঁর পশ্চিম ঢাকা রোডের যাত্রী ছাউনির জায়গা অবৈধ ভাবে দখল করে স্থানীয় প্রভাবশালীরা ব্যক্তিগত অফিস ও দোকান ঘর তৈরি করে করেছে। এতে করে প্রতিনিয়তই শত শত যাত্রীরা এসে বসার কোন জায়গা না পাওয়ার কারণে বিভিন্ন চায়ের কিংবা পানের দোকানে বসলে মহিলা যাত্রীরা অনেক সময় দোকানদার দ্বারা ইভটিজিংয়ের শিকার হওয়ার ঘটনা ঘটছে। দাবী আপাতত স্থায়ী ভাবে না হলেও জায়গাটি উদ্ধার করে অস্থায়ী ভাবে দ্রুত একটি অপেক্ষাগার তৈরি করে দেওয়ার জন্য যাত্রী সাধারনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত পশ্চিম ঢাকা রোড। এই জায়গাটি প্রধানত সান্তাহার ঢাকা রোড নামেই অধিক পরিচিত। নওগাঁর রাণীনগর, আত্রাই ও পাশের আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে মানুষ এই স্থান থেকে ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া ও আসার জন্য এই জায়গাটি ব্যবহার করে আসছেন বছরের পর বছর। ঢাকা রোড থেকে নওগাঁ শহরের দূরত্ব প্রায় ৪কিলোমিটার। তাই অধিকাংশ মানুষই বাসের জন্য এই স্থানে অপেক্ষা করেন। এই স্থানে ৯০দশকে সড়ক ও জনপদের জায়গায় জেলা পরিষদের অর্থায়নে গনশৌচাগারসহ একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। পরবর্তিতে গত বছরের প্রথম দিকে নওগাঁ-বগুড়া-ঢাকা মহাসড়কটি প্রশস্তকরন করার কাজ শুরু হলে ঢাকা রোডের এই যাত্রী ছাউনি ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু পরবর্তিতে যাত্রী ছাউনির জায়গাটি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার রাজু আহমেদসহ প্রভাবশালীরা দখল করে ব্যক্তিগত অফিস ও দোকান ঘর নির্মাণ করেন। কিন্তু যাত্রীদের অপেক্ষার কোন জায়গা না থাকায় এখানে আসা শত শত যাত্রী সাধারনদের প্রতিনিয়তই চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক সময় বিভিন্ন চায়ের কিংবা পানের দোকানে কোন মহিলা যাত্রী বসে অপেক্ষা করলে দোকানদার এমন কি আশেপাশের মানুষ দ্বারার যাত্রীদের ইভটিজিং ও যৌন হয়রানীর শিকার হতে হচ্ছে বলেও জানা গেছে।
ঢাকা রোডে বাসের জন্য অপেক্ষারত যাত্রী মোশাররব হোসেন, রফিকুল ইসলামসহ অনেকেই জানান এই জায়গাটি খুবই জনগুরুত্বপূর্ন একটি জায়গা। প্রতিদিন ভোর বেলা থেকে মধ্যরাত পর্যন্ত সাধারন মানুষরা দেশের বিভিন্ন স্থানে চলাচলের জন্য বাসসহ অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করেন। এখানে পূর্বে একটি জরাজীর্ন যাত্রী ছাউনি ছিলো। তখন কোন যাত্রীকে অপেক্ষা করার জন্য অসুবিধাতে পড়তে হয়নি। কিন্তু যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেলার কারণে সকল যাত্রীকে বিশেষ করে মহিলা যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করারও কোন ব্যবস্থা নেই। এছাড়া মহিলা যাত্রীদের দোকানদার ও আশেপাশের মানুষ দ্বারা ইভটিজিং ও যৌন হয়রানীর শিকার হতে হচ্ছে যা যাত্রী সাধারনদের জন্য খুবই কষ্টকর একটি বিষয়। তাই এমন একটি ব্যস্ততম জনগুরুত্বপূর্ন স্থানে অতি দ্রুত নিরাপত্তা বেষ্টনী বিশিষ্ট একটি আধুনিক মানের যাত্রী ছাউনি নির্মাণের জন্য জনবান্ধব সরকারের প্রতি অনুরোধ করছি।স্থানীয় মেম্বার রাজু আহমেদ বলেন আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যাত্রী ছাউনির জায়গা নিয়ে অস্থায়ী ভাবে টিন দিয়ে অফিস ও দোকান ঘর তৈরি করেছি।
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন রাস্তা প্রশস্তকরন কাজেন জন্য যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেলা হয়েছে। সেই সরকারি জায়গা যদি কেউ অবৈধ ভাবে দখল করে স্থাপনা তৈরি করেন তাহলে তা পরিদর্শন সাপেক্ষে মুক্ত করা হবে। তবে এমন একটি জনগুরুত্বপূর্ন স্থানে যাত্রী সাধারনদের অপেক্ষা করার জন্য একটি আধুনিক মান সম্মত যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন।
নওগাঁ জেলা পরিষদের সচিব এটিএম আব্দুল্লাহেল বাকী বলেন জায়গাটি জেলা পরিষদের নয়। সড়ক ও জনপদ বিভাগের ছিলো। তাই রাস্তা প্রশস্তকরন করার জন্য সড়ক বিভাগ যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেলেছে। তবে জনগুরুত্বপূর্ন এই স্থানে একটি আধুনিক মানের যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন। জেলা পরিষদের পক্ষ থেকে নতুন করে যাত্রী ছাউনি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু জেলা পরিষদের নিজস্ব কোন জায়গা না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে এই স্থানে একটি যাত্রী ছাউনি নির্মাণের প্রয়োজন মর্মে আমাদের কাছে একটি লিখিত আবেদন দিলে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকার বাহাদুর বরাবর সুপারিশ করবো।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ
-
সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট [ প্রকাশকাল : ১০ জানুয়ারী ২০২১ ০২:১০ অপরাহ্ন]
-
দেশের ভোগ্যপণ্যের দর নিয়ে অসন্তোষ,অস্থির বাজার [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৭:০৩ অপরাহ্ন]
-
পরিকল্পনাহীন ভাবে নির্মাণ করা হচ্ছে দুর্যোগ সহনীয় বাড়ি [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২০ ০৫:২৬ অপরাহ্ন]
-
নান্দাইলে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় [ প্রকাশকাল : ২৮ ডিসেম্বর ২০২০ ০২:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় তালিকাভুক্ত না হয়েও কাজীর কর্মকান্ড [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০২০ ০৪:৩৩ অপরাহ্ন]
-
নওগাঁয় বেইলি ব্রিজের বেহাল দশা,ঝুঁকি নিয়ে চলাচল [ প্রকাশকাল : ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:০৩ অপরাহ্ন]
-
নান্দাইলে পাকা সড়কের ব্রিজ যেন মৃত্যুর কুপ [ প্রকাশকাল : ২৩ ডিসেম্বর ২০২০ ০৫:২৪ অপরাহ্ন]
-
নওগাঁয় সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহাসিক মসজিদ ও মঠ [ প্রকাশকাল : ২১ ডিসেম্বর ২০২০ ০৩:৩৬ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে ওয়াসার নিয়োগ কাগজে-কলমে দেখিয়ে অর্থ লুটপাট [ প্রকাশকাল : ১০ ডিসেম্বর ২০২০ ০৯:১৩ অপরাহ্ন]
-
নওগাঁয় অবৈধ ভাবে চলছে ক্লিনিক,নীরব প্রশাসন [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০২০ ০১:০০ অপরাহ্ন]
-
স্বাধীনতার ৪৯বছরেও শহীদ পরিবারের স্বীকৃতি পায়নি [ প্রকাশকাল : ০৮ ডিসেম্বর ২০২০ ০২:১০ অপরাহ্ন]
-
অযত্ন আর অবেহলায় পড়ে আছে আতাইকুলা বধ্যভূমি [ প্রকাশকাল : ০২ ডিসেম্বর ২০২০ ০৩:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় যাত্রী ছাউনির জায়গা প্রভাবশালীদের দখলে [ প্রকাশকাল : ২৬ নভেম্বর ২০২০ ০৮:৩৪ অপরাহ্ন]
-
বয়স গোপন করে দলিল লেখকের লাইসেন্স নেওয়ার ঘটনা ফাঁস [ প্রকাশকাল : ২৪ নভেম্বর ২০২০ ০৫:০০ অপরাহ্ন]
-
গৌরীপুরে কবরের লাশ চুরির ঘটনায় প্রতিকার নেই [ প্রকাশকাল : ২২ নভেম্বর ২০২০ ০৫:১৬ অপরাহ্ন]