তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার হোয়াইট স্টিক ও প্রতিবন্ধী পরিচয় পত্র বিতরণ
[ভালুকা ডট কম : ০১ ডিসেম্বর]
প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের মতো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাই তাদের জীবন মান উন্নয়নে হুইল চেয়ার ও হোয়াইট স্টিক বিতরণ করা হয়েছে। এতে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপও হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর-০৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, হোয়াইট স্টিক ও পরিচয় পত্র তুলে দেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর সভাপত্বিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, মোট ৩০টি হুইল চেয়ার, ৫০টি হোয়াইট স্টিক ও ৫০জনকে প্রতিবন্ধী পরিচয় পত্র প্রদান করা হয়। এছাড়া শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে কৃষকের মাঝে সার,বীজ,গম,ভুট্ট্রা,মরিচ,মসুর খেসারী এবং বোরো হাইব্রীড ধানের বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই