বিস্তারিত বিষয়
নান্দাইলে শীতকালিন সবজি শিম চাষে সফল কৃষকরা
নান্দাইলে শীতকালিন সবজি শিম চাষে সফল কৃষকরা
[ভালুকা ডট কম : ৩০ ডিসেম্বর]
ময়মনসিংহের নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে শীতকালীন সবজি শিম চাষ করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক কৃষক। অল্প পূজিঁতে ভালো ফলন এবং ভালো বাজার দর পেয়ে খুশি শিম চাষীরা। উপজেলার বিস্তীর্ণ ধান শস্যের মাঠ এখন শিম আবাদের একমাত্র ক্ষেত্র হয়ে দাড়িয়েছে।
এ বছর নান্দাইলে ৩৯৪ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। শিমের বাগানে ভরে গেছে মাঠ। সবুজের ওপর লাল-বেগুণী ও সাদা ফুলের সমাহার। যেন সবজির রাজত্বের রাণি শিম, তাকে অন্য ফসলের মধ্যে খোজঁ মেলা ভার। স্থানীয় চাহিদা মিটিয়েও এখানকার শিম রপ্তানি হচ্ছে বিভিন্ন উপজেলায়। এ বছর শিমের বাজার বেশ ভালো। প্রথম দিকে কেজি প্রতি বাজার দর ৯০ থেকে ১০০ টাকা হলেও বর্তমানে শিম ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১ মণ শিম বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা দরে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, নান্দাইল উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মধ্যে একমাত্র চরবেতাগৈর ইউনিয়নে সবচেয়ে বেশি শিমের আবাদ হয়। এছাড়া উপজেলার গাংগাইল ইউনিয়ন, বীরবেতাগৈর, আচারগাঁও, খারুয়া, শেরপুর ও রাজগাতিও শিম চাষ হয়ে থাকে। তবে চরবেতাগৈর ইউনিয়ন, রাজগাতি, গাংগাইল ও আচারগাঁও ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে শিমের আবাদ হয়েছে। এসব এলাকায় যেদিকে চোখ যাবে, সেদিকেই শুধু শিম আর শিম। কৃষকের বাড়ির আঙিনা পেরিয়ে বিস্তীর্ণ মাঠেও চাষ হচ্ছে শিম চাষ। বর্তমান সময়ে অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন এবং বাজারেও উচ্চমূল্য পাওয়ায় চাষিরা বেশ খুশি। চলতি বছর কৃষক দেশি, বারি, নলডুক এবং স্থানীয় উন্নত জাতের শিম চাষ করেছেন।
চরলক্ষ্মীদিয়া গ্রামের শিম চাষি আব্দুল জলিল ও আব্দুর রাশিদ জানান,৫ কাঠা জমিতে শিম চাষ করার পর দেড় থেকে দুই মাস পরেই প্রতি সপ্তাহে ৩/৪ হাজার টাকার শিম তুলে বিক্রি করছেন। যেখানে এক সীজন ধান চাষ করলে পাওয়া যেত মাত্র ১০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। আর শিম আবাদে ৪/৫ মাসেই খরচ বাদে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করা যাচ্ছে। এছাড়া শিম চাষি জালাল সরকার, সিদ্দিক, দুলাল মিয়া, মিলন মিয়া ও মুজিবুর মেম্বারসহ আরও শতাধিক কৃষক শিম চাষ করে বদলে ফেলেছেন তাদের নিজেদের ভাগ্য। শিম চাষের জন্য ভালো বীজ, শুকনো উর্বর মাঠ এবং তার উপর মাচা তৈরী ও নিয়মিত তার পরিচর্যা। তবেই ভালো ফলনে বেশী লাভ করা যায়।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিসুজ্জামান বলেন, এ অঞ্চলের জমি সবজি চাষের জন্য খুবই উপযোগী। লাভজনক হওয়ায় এ এলাকার কৃষক শীত মৌসুমে ব্যাপকভাবে শিম চাষ করে থাকেন। কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শিমের ফলন ভালো হয়েছে। শিম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
শত্রুতায় পুড়ল ১৬ কৃষকের ৬ বিঘা জমির বীজতলা [ প্রকাশকাল : ২১ জানুয়ারী ২০২১ ০৪:৩০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে খামারীদের গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০২১ ০৩:৪৪ অপরাহ্ন]
-
নওগাঁয় সরকারি সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন কৃষক [ প্রকাশকাল : ১৭ জানুয়ারী ২০২১ ০২:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ,আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অনেকেই [ প্রকাশকাল : ১৪ জানুয়ারী ২০২১ ০৯:৩০ অপরাহ্ন]
-
মহাদেবপুর উপজেলা চত্বরের পতিত জমিতে সবজি চাষ [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২১ ০৮:০৮ অপরাহ্ন]
-
নওগাঁয় ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক [ প্রকাশকাল : ০৯ জানুয়ারী ২০২১ ০৯:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের দাম [ প্রকাশকাল : ০৯ জানুয়ারী ২০২১ ০২:০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে বিস্তর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০২১ ০৯:৩৪ অপরাহ্ন]
-
নওগাঁর মাঠে মাঠে শোভা পাচ্ছে আলুর গাছের সবুজের সমারোহ [ প্রকাশকাল : ০৩ জানুয়ারী ২০২১ ০৯:১০ অপরাহ্ন]
-
নওগাঁয় দিন দিন জনপ্রিয় হচ্ছে লতিরাজ কচুর চাষ [ প্রকাশকাল : ০২ জানুয়ারী ২০২১ ০৬:৩০ পূর্বাহ্ন]
-
নান্দাইলে শীতকালিন সবজি শিম চাষে সফল কৃষকরা [ প্রকাশকাল : ৩০ ডিসেম্বর ২০২০ ০৫:৫৩ অপরাহ্ন]
-
বর্জ্য থেকে ফজলুর রহমান উৎপাদন করছেন গ্যাস ও তৈল [ প্রকাশকাল : ২৫ ডিসেম্বর ২০২০ ০৫:০০ অপরাহ্ন]
-
নওগাঁয় তীব্র শীত উপেক্ষা করে চলছে জমি প্রস্তুতির কাজ [ প্রকাশকাল : ১৬ ডিসেম্বর ২০২০ ০৯:১৪ অপরাহ্ন]
-
সরিষা ফুলের হলুদ রঙয়ে ছেঁয়ে গেছে নওগাঁর বির্স্তণ মাঠ [ প্রকাশকাল : ১৪ ডিসেম্বর ২০২০ ০৯:৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে দশ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ [ প্রকাশকাল : ০৭ ডিসেম্বর ২০২০ ১০:১০ পূর্বাহ্ন]