তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পৌর নির্বাচনের প্রার্থীদের সাথে মত বিনিময়

ভালুকায় পৌর নির্বাচনের প্রার্থীদের সাথে মত বিনিময়
[ভালুকা ডট কম : ২৬ জানুয়ারী]
২৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলা হলরুমে আসন্ন ৩০ জানুয়ারী ২০২১ ভালুকাপৌরসভা নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের সাথে উপজেলা নির্বাচন কমিশনের এক মত বিনিময় অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, ভালুকা মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দীন প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারী ভালুকা পৌরসভা নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভোট গ্রহনের লক্ষে প্রশাসনের পক্ষ হতে সব রকম সহযোগিতা প্রদান ও প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় নির্বাচন আচরণ বিধি মেনে সকলকে সহনশীল থাকার আহবান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ্ উদ্দীন কাইয়ূম, বি এন পি মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাতেম খান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ছাইফুল ইসলাম। এছারাও বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দিতাকারী কাউন্সিলর গন তাদের অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারী শনিবার ভালুকা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভার মোট ভোটার সংখ্যা পুরুষ ১২ হাজার ৬৮২ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৩৬২ জন। নির্বাচনে অংশ গ্রহনকারী প্রতিদ্বন্দী মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ৩ ওয়ার্ডে মহিলা প্রার্থী ৮ জন, ৯ ওয়ার্ডে মোট প্রতিদ্বন্দী কাউন্সিলর প্রার্থী ৩১ জন। শেষ পর্যায়ে বিভিন্ন প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় সময় অতিবাহিত করছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই