তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মদনে পিতা-পুত্র কে পেটালো যুবদল নেতা

মদনে পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্র কে পেটালো যুবদল নেতা
[ভালুকা ডট কম : ১৩ ফেব্রুয়ারী]
নেত্রকোনার মদনে পাওনা টাকা যাওয়ায় বৃদ্ধ আব্দুল মমিন(৮০) ও তার পুত্র মোঃ শাহ আলম (২৬) কে মারপিট করার একটি অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধের ছেলে শাহ আলম মদন থানাসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে শনিবার এ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের যুবদলনেতা সাকের খানের শ্বশুরালয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে গত দেড় বছর পূর্বে আব্দুল মমিন(৮০)ও তার চাচাতো ভাই উকিল বেপারীর পারিবারিক কলহ হয়। উকিল বেপারী শাহ আলম ও তার পিতা বৃদ্ধ আব্দুল মমিনকে আসামী করে মদন থানায় একটি অভিযোগ দায়ের করেন। মদন উপজেলার যুবদলের যুগ্ম আহব্বায়ক দিনকাল মদন প্রতিনিধি সাংবাদিক সাকের খান তববির করার জন্য ৫ হাজার টাকা নেয় বৃদ্ধ আব্দুল মমিন এর নিকট থেকে। এতে কোনো রকম কাজ না করায় টাকা ফেরত চাইলে দিই-দিচ্ছি বলে সময় অতিবাহিত করে সাকের খান। শুক্রবার দুপুরে বৃদ্ধ আব্দুল মমিন ও তার ছেলে শাহ আলম টাকা চাইতে তার শ্বশুরালয়ে গেলে পিতা-পুত্রকে মারপিট করলে বৃদ্ধ বৃদ্ধ আব্দুল মমিনকে মদন হাসপাতালে ভর্তি করা হয়। এর বিচার চেয়ে বৃদ্ধের ছেলে শাহ আলম মদন থানাসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহ আলম জানান, সাংবাদিক সাকের খানের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা পৌরসভার ৯ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামে। মদন উপজেলার যুব দলের যুগ্ম আহব্বায়ক থাকায় বর্তমানে উপজেলার তিয়শ্রী গ্রামে শশুরালয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। থানায় আমাদের বিরুদ্ধে চাচা অভিযোগ করলে তদবির করার জন্য সাকের খান আমার বাবার কাছ থেকে ৫ হাজার নেয়। কিন্ত্র কোনো রকম কাজ না করায় টাকা ফেরত চাইলে দিবো দিচ্ছি বলে নানা তাল বাহানায় সময় অতিবাহিত করতে থাকে। অবশেষে এলাকার মাতাব্বরগণের সুপারিশের প্রেক্ষিতে শুক্রবার টাকা আনতে তার  শ্বশুরালয়ে গেলে আমার বৃদ্ধ বাবা ও আমাকে বেধড়ক পেটায়।বর্তমানে আমার বাবা মদন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে কাউকে কিছু বললে আমাদের প্রাণে মারার হুমকি দেয়। বিচার চেয়ে শনিবার মদন থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সাংবাদিক সাকের খান মারপিটের ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, তারা আমার কাছে কোনো টাকা পাবে না।মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, শনিবার এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থ নেয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই