বিস্তারিত বিষয়
সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে- আজিজ
সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে-জেনারেল আজিজ
[ভালুকা ডট কম : ১৬ ফেব্রুয়ারী]
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। আমাদের চেইন অব কমান্ডে যাঁরা আছেন, সবাই এ ব্যাপারে সতর্ক আছি। সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না।
রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আজ (মঙ্গলবার) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। এ সময় আল-জাজিরার একটি প্রতিবেদন নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান।
তিনি বলেন,সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। বর্তমান সরকারের যেকোনো আদেশ–নির্দেশ পালনে সদা প্রস্তুত। বাংলাদেশের অভ্যন্তরীণ, বহির্বিশ্বে যেকোনো সমস্যা মোকাবিলার জন্য সাংবিধানিকভাবে আমরা শপথবদ্ধ।
আল-জাজিরার প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে, কিন্তু গতকাল যদি আপনার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকে, তাহলে আপনাকে কি আজ ফিউজিটিভ (পলাতক) বলা যাবে? আপনাকে কি সাজাপ্রাপ্ত বলা যাবে? যখনই আপনি অব্যাহতি পেয়ে যান কোনো একটা চার্জ থেকে, তার পরের দিন থেকে আপনি যেকোনো মুক্ত নাগরিকের মতো।
তিনি আরও বলেন,আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচারগুলো এসেছে, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। খুব শিগগির আমার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করে জানানো হবে।
জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান ও দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কী করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, আমার দায়িত্ববোধ খর্ব হতে পারে, এ বিষয়ে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল।
মালয়েশিয়াতে ভাইয়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমার ভাইয়ের সঙ্গে আমি মালয়েশিয়াতে যখন দেখা করেছি, তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সেটিও অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, এপ্রিলে আমি গিয়েছিলাম।
তিনি আরও বলেন,এখানে আল-জাজিরা যে স্টেটমেন্ট দিয়েছে, সেটি সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। কারণ, সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। তার আগেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে, আমি সেনাপ্রধান হিসেবে মনে করি, যখন আমি অফিসিয়াল ক্যাপাসিটিতে কোথাও থাকব, তখন আমার নিরাপত্তা অফিসিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। যেখানেই যাই, হোস্ট কান্ট্রি তা করে থাকে এবং সেখানে আমার অতিরিক্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি, হয়তো আসার সময় কোনো ট্রানজিটে আত্মীয়স্বজনের কাছে যাই, সে সময় অফিসিয়াল কোনো প্রটোকল ব্যবহার করা আমি সমীচীন বলে মনে করি না। আমি মনে করি সেটা অপচয়। সেটা আমার জন্য উচিত নয়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কিছু করে থাকে, তাদের উদ্দেশ্য অসৎ। আপনারা তো এখন ভালো করে জানেন। আমাদের রিজয়েন্ডার পাওয়ার পর আপনারা বুঝতে পারছেন, যারা এই কাজগুলো করেছে, কেন করেছে, তাদের উদ্দেশ্য কী হতে পারে।
বারবার কেন আপনাকে টার্গেট করা হয়- এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সেটার দায়িত্ব আপনাদের (সাংবাদিকদের) ওপর ছেড়ে দিলাম। আপনারা বুঝে নেন, খুঁজে নেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ, এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদের এই জিনিসটি বুঝতে হবে।
জেনারেল আজিজ আরও বলেন, আমার কারণে যেন সেনাবাহিনী, সরকার বিব্রত না হয়, বিতর্কিত না হয়—আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন। যা কিছু আপনারা শুনছেন, এগুলোর কোনো প্রমাণ নেই। বিভিন্ন জায়গা থেকে কাটপিস সন্নিবেশিত করে তারা (আল–জাজিরা) এগুলো করতেই পারবে এবং তাদের উদ্দেশ্য হাসিল হবে না। সেটি আপনারা আপনাদের কলমের মাধ্যমে জবাব দিয়েছেন।’ সে জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান।
আল–জাজিরার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নে জেনারেল আজিজ বলেন, এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের (আল–জাজিরা) বিরুদ্ধে কিছু করার থাকবে না। আমি নিশ্চিত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত জাতি [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৩০ অপরাহ্ন]
-
ভাষা শহীদদের জীবনি পাঠ্যপুস্তকে তোলে ধরার দাবি [ প্রকাশকাল : ২০ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০৪ অপরাহ্ন]
-
গৌরীপুরে শহিদ মিনারের উপরে তৈরি হচ্ছে স্ল্যাব [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২১ ০৪:১০ অপরাহ্ন]
-
হারিছ-আনিসের সাজা নিয়ম মেনেই মওকুফ করা হয় [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০২১ ০৫:১৬ অপরাহ্ন]
-
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২১ ০৪:২৪ অপরাহ্ন]
-
কোভিড মোকাবিলায় দৃষ্টান্ত দেখিয়েছে বাংলাদেশ [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৫৫ অপরাহ্ন]
-
সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে- আজিজ [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:৫০ অপরাহ্ন]
-
মুক্তিযোদ্ধাদের ভাতা ডিজিটাল পদ্ধতির উদ্ববোধন [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০২১ ০৭:৪৬ অপরাহ্ন]
-
জাজিরার প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২১ ০৬:০৫ অপরাহ্ন]
-
বিএনপিই স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক-কাদের [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২১ ০৬:০০ অপরাহ্ন]
-
জিয়ার রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্ত [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৪০ অপরাহ্ন]
-
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পদবী বাতিল করা হবে- মন্ত্রী [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৪৩ অপরাহ্ন]
-
আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই বিএনপির ১২ বছর - কাদের [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০২১ ০৩:২২ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রী টিকা নিলে দেশবাসী সাহস পাবে- ডা. জাফরুল্লাহ [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০২১ ০৪:৩০ অপরাহ্ন]
-
১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০২১ ০৫:০০ অপরাহ্ন]