বিস্তারিত বিষয়
জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক- কাদের
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক- কাদের
[ভালুকা ডট কম : ২৭ ফেব্রুয়ারী]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানই খুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং খুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসে নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। জিয়াউর রহমানই খুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং খুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক।
জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন, মুক্তিযুদ্ধের রণধ্বণি জয় বাংলাকে নিষিদ্ধ করেছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীকালে তার ভূমিকা মুক্তিযোদ্ধাদের কাছেই প্রশ্নবিদ্ধ ছিল। জিয়াউর রহমান নিজেই নিজেকে বিতর্কিত করেছেন। একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি তোষণ ও পোষণ নীতিতে ইতিহাস নিজেই জিয়াউর রহমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
দলের মেয়াদোত্তীর্ণ জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ও ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। বিতর্কিত ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। এ ব্যাপারে দলের সভাপতি শেখ হাসিনা অত্যন্ত কঠোর।
আগামীকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ৫ম ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য ধাপের মতো আগামীকালের নির্বাচনেও সরকার কোনো হস্তক্ষেপ করবে না।' তিনি বলেন, তৃণমূলে জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থিতাসহ অন্যান্য বিষয়ে দলীয় নির্দেশনা বা গাইডলাইন ইতোমধ্যেই জেলায় পাঠানো হয়েছে। প্রত্যেক ইউনিয়ন কমিটিকে সভা করে এক থেকে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করে দলের ইউনিয়ন কমিটির রেজুলেশন বা লিখিত সুপারিশ উপজেলা ও জেলা কমিটির স্বাক্ষরসহ ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দিতে হবে।
স্থানীয়ভাবে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই এবং সুপারিশকৃত নামসমূহ যাচাই-বাছাই ও বিভিন্ন জরিপ শেষে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
অবশেষে মেরামত করা হচ্ছে নওগাঁর লর্ড লিটন সেতু [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০২১ ০৬.১২ অপরাহ্ন]
-
হেফাজতকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২১ ০৭.৫৯ অপরাহ্ন]
-
করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রধান চ্যালেঞ্জ [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৬.০০ অপরাহ্ন]
-
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]
-
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০১ এপ্রিল ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ [ প্রকাশকাল : ৩০ মার্চ ২০২১ ০৬.৩৩ অপরাহ্ন]
-
করোনা সংক্রমণের হার আতঙ্কের বিষয়-জাহিদ মালেক [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২১ ০৫.২০ অপরাহ্ন]
-
নরেন্দ্র মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেব-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২১ ০৫.৩৪ অপরাহ্ন]
-
মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২১ ০৭.২০ অপরাহ্ন]
-
সভা-সমাবেশ বন্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি-রিজভী [ প্রকাশকাল : ১৭ মার্চ ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী [ প্রকাশকাল : ১৬ মার্চ ২০২১ ০৪.৩০ অপরাহ্ন]
-
১৭ থেকে ২৬ মার্চ মিছিল-মিটিং করলে রাষ্ট্রদ্রোহী বিবেচনা [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২১ ০৬.১৩ অপরাহ্ন]
-
দেশে করোনাকালে আত্মহত্যা বেড়েছে ৪৪.৩৬ শতাংশ [ প্রকাশকাল : ১৩ মার্চ ২০২১ ০৪.১৭ অপরাহ্ন]
-
নারী নির্যাতনের তালিকায় বাংলাদেশর অবস্থান ১৬তম [ প্রকাশকাল : ১১ মার্চ ২০২১ ০৬.০৮ অপরাহ্ন]
-
বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ছে [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২১ ০৬.৩০ অপরাহ্ন]