তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি- মন্ত্রী

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে
[ভালুকা ডট কম : ০৬ মার্চ]
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে বোঝার ভুল রয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি রজপথে সোচ্চার হওয়ার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কিছুটা সুর নরম করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন।

মন্ত্রী মোজাম্মেল হক  প্রসঙ্গটি ব্যাখ্যা করে বলেছেন, এই বিষয়ে বোঝার ভুল আছে। যেদিন আমরা মিটিং করি, সেদিন কিছু লোকের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। এরা কারা, এরা হচ্ছে আত্মস্বীকৃত খুনি, যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত। সেই পর্যায়ে আলোচনা হয়েছিল যে, বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল। অনেকেই অনেক উদাহরণ দিয়েছে। তিনি যে খুনি সেটার পক্ষে অনেকেই অনেক তথ্য দিয়েছে।

তিনি বলেন, কেউ কেউ পত্রিকায় লিখেছেন, এটা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে, কেউ কেউ বলেছেন, কমিটি করা হয়েছে। আমি চেষ্টা করেছি মিডিয়ায় বিষয়টা পরিষ্কার করতে। আমরা খেতাব বাতিল করিনি, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল যে, তদন্ত কমিটি করে তার রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেবো। সিদ্ধান্ত হয়েছে, তিনি কবে কোথায় কীভাবে খুনের সঙ্গে জড়িত ছিল সেটা খুঁজে বের করার। এটা বের করার পর আমরা জাতির সামনে পেশ করবো।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি। ২ মাসের মধ্যে কমিটিকে দালিলিক প্রমাণ, কবে কত তারিখে কী কী করেছেন-এসব প্রমাণ দাখিল করতে হবে। তারপর রিপোর্ট পাওয়ার পর কমিটিতে আলোচনা হবে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই