তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ
[ভালুকা ডট কম : ১৩ মার্চ]
গাজীপুরের শ্রীপুরের প্রাণ কেন্দ্র মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার নামের এক বেসরকারী হাসপাতালের অপচিকিৎসায় এক প্রসুতি মায়ের জীবন সংকটাপন্ন হয়ে উঠার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় কফিল উদ্দিন মন্ডল বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন হাসপাতালের চিকিৎসক ডা.মাহমুদা আলম ব্যবস্থাপক আবুল হাসান ও মালিক মহিউদ্দিন আহমেদ। সংকটাপন্ন প্রসুতির নাম সিমু আক্তার সে ভাংনাহাটি গ্রামের তুষারের স্ত্রী।

থানার অভিযোগ ও ভুক্তভোগীর শশুর কফিল উদ্দিন মন্ডল জানান, তার পুত্রবধু সন্তান সম্ভাব্য হওয়ায় হাসপাতালের লোকজন তাকে ফুসলিয়ে সিজারের জন্য উক্ত হাসপাতালে ভর্তি করেন। গত ১মার্চ অভিযুক্ত গাইনী চিকিৎসক মাহমুদা আলম সিজারিয়ান অপারেশন করলে কন্যা সন্তানের জন্ম দেন তার পুত্রবধু। অপারেশনের পর থেকেই উক্ত হাসপাতালের অব্যবস্থাপনায় তার পুত্রবধুর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। পরে রোগীর অবস্থা খারাপ হয়ে উঠলে গত ০৪ মার্চ তাকে রিলিজ দিয়ে দেয়। রোগী বাড়ী যাওয়ার পর থেকেই ক্ষতস্থান থেকে রক্তক্ষরন শুরু হতে থাকে। এসময় রোগীর জীবন বাঁচাতে জরুরীভাবে তাকে উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানেই অপচিকিৎসার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে প্রসুতি এই মা উত্তরা আধুনিক হাসপাতালের অধ্যাপক হাফিজা বেগমের অধিনে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপক মো. হাসানের দাবী, অপারেশনের পর রোগীর সমস্যার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে অবহিত করার পর আমরা তাকে হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানিয়ে ছিলাম। তারা পরে আর আমাদের এখানে না এনে রোগীকে উত্তরায় নিয়ে যান। রোগীর চিকিৎসার বিষয়ে তিনি বলেন অপারেশনের পর যে কোন রোগীর সমস্যা হতেই পারে। পুনরায় দেখে আমরা পরর্বত্তী চিকিৎসা দিয়ে থাকি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।গাজীপুরের সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান বলেন, তিনি এখনো এ বিষয়ে অবহিত নন। কেউ তাকে বিষয়টি জানায়নি তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেন।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই