বিস্তারিত বিষয়
১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ
করোনা সংকট: ১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ
[ভালুকা ডট কম : ৩০ মার্চ]
দেশে করোনাভাইরাস সংক্রমণ রেকর্ড পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সম্প্রতি ১৮ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও শিল্পকারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে চালাতে হবে।তবে তৈরি পোশাক শিল্প মালিকেদের দু’টি সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ জানিয়েছে, তারা ৫০ শতাংশ নয়, শতভাগ শ্রমিক নিয়েই কারখানায় উৎপাদন চালাবে।
এ ব্যাপারে তাদেরকে সরকারের পক্ষ আশ্বাস দেওয়া হয়েছে, অর্ধেক জনবল নিয়ে কারখানা চালানোর নির্দেশটি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতে কার্যকর হবে না। তবে কারখানাগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের ১৮ দফা নির্দেশনা ইতোমধ্যে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি প্রাথমিক সিদ্ধান্ত। এর ব্যতিক্রম কিছু হলে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস তৈরি পোশাক রপ্তানি। মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ আসে এ খাত থেকে। জুলাই-সেপ্টেম্বরে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।ইতোমধ্যে, করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় পোশাক খাতকে সহায়তা করতে সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এগুলো বাস্তবায়নের পাশাপাশি সরকার থেকে অন্যান্য সহযোগিতাও দেয়া হচ্ছে।
এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, পোশাক রপ্তানির উৎপাদন সক্ষমতা এখন ৬০ শতাংশের বেশি কাজে লাগানো যাচ্ছে না। আগে এ সময়ে শতভাগ লাগানো যেত। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
বিজিএমইএ এক নির্দেশনায় বলেছে, করোনার প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম ধাক্কায় পোশাক শিল্পে করোনা সংক্রমণের হার ছিল দশমিক শূন্য তিন শতাংশ। আশা করা যায়, করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
অবশেষে মেরামত করা হচ্ছে নওগাঁর লর্ড লিটন সেতু [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০২১ ০৬.১২ অপরাহ্ন]
-
হেফাজতকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২১ ০৭.৫৯ অপরাহ্ন]
-
করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রধান চ্যালেঞ্জ [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৬.০০ অপরাহ্ন]
-
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]
-
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০১ এপ্রিল ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ [ প্রকাশকাল : ৩০ মার্চ ২০২১ ০৬.৩৩ অপরাহ্ন]
-
করোনা সংক্রমণের হার আতঙ্কের বিষয়-জাহিদ মালেক [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২১ ০৫.২০ অপরাহ্ন]
-
নরেন্দ্র মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেব-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২১ ০৫.৩৪ অপরাহ্ন]
-
মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২১ ০৭.২০ অপরাহ্ন]
-
সভা-সমাবেশ বন্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি-রিজভী [ প্রকাশকাল : ১৭ মার্চ ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী [ প্রকাশকাল : ১৬ মার্চ ২০২১ ০৪.৩০ অপরাহ্ন]
-
১৭ থেকে ২৬ মার্চ মিছিল-মিটিং করলে রাষ্ট্রদ্রোহী বিবেচনা [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২১ ০৬.১৩ অপরাহ্ন]
-
দেশে করোনাকালে আত্মহত্যা বেড়েছে ৪৪.৩৬ শতাংশ [ প্রকাশকাল : ১৩ মার্চ ২০২১ ০৪.১৭ অপরাহ্ন]
-
নারী নির্যাতনের তালিকায় বাংলাদেশর অবস্থান ১৬তম [ প্রকাশকাল : ১১ মার্চ ২০২১ ০৬.০৮ অপরাহ্ন]
-
বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ছে [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২১ ০৬.৩০ অপরাহ্ন]