তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ
[ভালুকা ডট কম : ২৪ এপ্রিল]
নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু লকডাউনের কারনে কিছুটা শ্রমিক সংকটে পড়ায় কৃষকরা পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছে। আর এই দুচিন্তা দুর করতে নওগাঁয় এক কৃষকের পাকা ধান কেটে দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সদর উপজেলার শিমুলিয়া এলকায় নজরুল ইসলাম নামে ওই কৃষকের ১বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দিয়ে দেয় যুবলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী।

এসময় কৃষক নজরুল ইসলাম বলেন-করোনা ভাইরাস ও লকডাউনের কারনে ধান কাটা শ্রমিক সংকট। ফলে বেশি দাম দিয়ে ধান কেটে নিতে হচ্ছে। ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। খবর পেয়ে যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে এতে আমি খুশি হয়েছি।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় বলেন-লকডাউনের কারনে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। আমরা খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  তার জমির ধান কেটে দিয়েছি। আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই