তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে উপকারভোগীর বিরুদ্ধে বন দখলের অভিযোগ

কালিয়াকৈরে উপকারভোগীর বিরুদ্ধে বন দখলের অভিযোগ
[ভালুকা ডট কম : ০৫ মে]
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন মৌচাক বন বিট এলাকায় এক উপকার ভোগী সভাপতির বিরুদ্ধে বনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মৌচাক বন বিট এলাকার বরাব এলাকায় ফজর আলী নামে এক উপকার ভোগী সভাপতি নিজের বাস ভবেনে বিপুল পরিমাণ বনের জমি দখল করে আছে। এছাড়াও বনের গাছ নষ্ট করে সিমেন্টের খুটির কারখানা নির্মাণ করেছে। বনের জমিতে খনন করেছে বিশাল পুকুর। স্থানীয় লোকজন আরোও জানায় এছাড়াও বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিকের সাথে আতাত করে অন্যান্য দখলদারদের জমি দখল ও ঘর নির্মানে সহায়তা করে।

এ ব্যপারে ফরজ আলী বলেন, আমি বনের সাথেই কাজ করি। অস্বীকার করার কি আছে! আর গাছের ভিতর দিয়ে কাজ করছি। গাছ নষ্ট করিনি। এব্যাপারে বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বলেন, যাকে দিয়ে আমার বনের লাভ হয়, তাকে এক আধটু সুযোগ দিতে হয়। আপনি যে আইনের কথা বলছেন সেই আইনের মাস্টার। এ ব্যপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, বিষয় টি খতিয়ে দেখে দ্রূত ব্যবস্থা গ্রহণ করা হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই