তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মারধর

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মারধর
[ভালুকা ডট কম : ০৩ জুলাই]
ভালুকায় ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়া জমি সংক্রান্ত বিরোধে একটি পরিবারে  উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাজ উদ্দিন সহ স্ত্রী, সন্তান আহত হয়েছে। আহতদের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুন বুধবার সকাল ১১টা দিকে ।

থানায় দেয়া মামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুন বুধবার ১১টার দিকে পূর্বসত্রুতার জের হিসেবে তাজ উদ্দিন (৪৮) পরিবারে উপর জমি সংক্রন্ত বিরোধে তার প্রতিপক্ষ আপন বড় ভাই মো: উসমান আলী বাদল(৫৩), মো: সিদ্দিকুর রহমান (৫৬), আল আমিন (২৫), মোছা: সেলিনা আক্তার (৪৫) এবং উমান আলী বাদলের মেয়ের জামাতা আরিফুল ইসলাম (৩৫) সহ তাজ উদ্দিন ও স্ত্রী সন্তানের উপর হামলা চালায়। ঘটনার সময় তাজ উদ্দিন টিনসেট ঘড়ের অটো গাড়ীর গ্যারেজের এর সামনে অবস্থান করছিলেন। হামলা কারীরা টিনসেট অটো গ্যারেজটি জবর দখল করার চেষ্টা করলে তাজ উদ্দিন বাধা দেয়। এতে তাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি, লাঠি ও লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেছে। এ সময় হামলাকারীর  মারধরের ডাক চিৎকার শুনে তার এসএসি পরীক্ষাথী ছেলে মো: আবু সাহাদাৎ সামি(১৫) আগাইয়া আসিলে তাকে কিল ঘুষি সহ দা দিয়ে মাথায় কুপ দিয়ে গুরোতর মাথায় জখম করে। তার অসুস্থ্য স্ত্রী আফরোজা আক্তার ও মেয়ে তানজিনা আক্তার কে মাধর করে আহত করেছেন।  পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী  হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

অভিযোগকারী তাজ উদ্দিন জানান, হামলা কারীরা আমার আপর বড় ভাই, তারা পারিবারিক ভাবে নানান কারনে জমি জমা নিয়ে আমার সাথে জগড়া বিবাদ সহ নানা হুমকি দিয়ে আসছে। তাই পূর্বসত্রুতার জের হিসেবে সকাল ১১টার দিকে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে টিনসেট গ্যারেজ দখলের জন্য আমার উপর হামলা চালায়। এ সময় আমার ছেলে সামি(১৫) ও আমাকেসহ আমার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে আহত করা হয় ।

এ ঘটনায় তাজ উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েক জনের নামে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-০১, তারিখ-০১,০৭,২০২১ইং) দায়ের করে।ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ রৌশন আলী জানান, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহ আছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই