তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় রাতের আধাঁরে কেটে ফেলা হলো পেঁপেঁ গাছ

ভালুকায় রাতের আধাঁরে কেটে ফেলা হলো দুই শতাধিক পেঁপেঁ গাছ
[ভালুকা ডট কম : ০৭ জুলাই]
রাতের আধাঁরে কেটে ফেলা হলো ময়মনসিংহের ভালুকায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের বিল্লাল হোসেনের পেঁপেঁ বাগানের প্রায় দুই শতাধিক গাছ। মঙ্গলবার (০৬জুলাই) রাতের কোন এক সময় কাটা হয় ওই গাছগুলো।

বাগান মালিক বিল্লাল হোসেন জানান, তাঁর স্ত্রী একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করেন। স্ত্রীর বেতন, নিজের আয়, গোয়ালের গরু বিক্রি ও অন্যের নিকট থেকে ধারদেনা করে তিনি প্রায় ১৬ কাঠা জমিতে ১ হাজার পেঁপেঁর চারা রোপণ করে ছিলেন। বাগানটি করতে ইতোমধ্যে তার প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তার বাগানের গাছগুলো পেঁপেঁ ধরতে শুরু করেছে। ধারণা, ছিল বাগানের পেঁপেঁ বিক্রি করে দেনা পরিশোধের পর আনুমানিক ১০ লাখ টাকা আয় হতো। কিন্তু বুধবার (০৭ জুলাই) দুপুরের দিকে তিনি বাগানের পরির্চ্চা করতে গিয়ে দেখেন বাগানের ভেতরের বিভিন্ন স্থানের প্রায় দুই শাতাধিক গাছের গোড়া কাটা রয়েছে। তার দাবী, গাছগুলো কেটে ফেলায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে তার । তিনি ঘটনাটির বিচার দাবী করছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল ইসলাম জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই