বিস্তারিত বিষয়
সরকারি অনুদান হাতিয়ে নিচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠান
সরকারি অনুদান হাতিয়ে নিচ্ছে অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান
[ভালুকা ডট কম : ০৩ আগস্ট]
এলাকায় প্রতিষ্ঠানের কোন অস্তিত্বই নেই। নামও শোনেনি কেউ কোনদিন। অথচ প্রতি অর্থবছরে ৩০ হাজার টাকাসহ বিভিন্ন সরকারি অনুদান হাতিয়ে নিচ্ছে অস্তিত্বহীন দু'টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এসব বরাদ্ধ দিচ্ছে খোদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়।
এদিকে উপজেলা সদরে অবস্থিত মূল ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান " মনপুরা শিল্পকলা একাডেমি" ও "এ.আর. পল্লি সাংস্কৃতিক সংঘ" নামে দুটি প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি বারবার আবেদনের পরও রয়ে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের তালিকার বাইরে।মন্ত্রনালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠান "সারেগামা সঙ্গীত নিকেতন" ও "স্মরলিপি সংগীত শিক্ষা কেন্দ্র" নামের দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরই ঠিকানা উল্লেখ করা হয়েছে উপজেলার সাকুচিয়া ইউনিয়নে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে অবস্থিত উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন। দুটি ইউনিয়নের কোথাও কোন সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অস্তিত্ব নেই। অথচ অস্তিত্বহীন প্রতিষ্ঠান দু'টির নামে প্রতিবছর তুলে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।
এছাড়াও গত অর্থবছরে অস্তিত্বহীন প্রতিষ্ঠান দু'টির বাইরেও অসচ্ছল শিল্পিদের নামে এসেছে মাসিক ভাতার টাকা। কিন্তু ওইসব শিল্পিদের পকৃত অর্থে খুঁজে না পেয়ে টাকা ফেরত পাঠানো হয়েছে। এবছরের প্রাপ্ত মাসিক ভাতার টাকা জমা রয়েছে উপজেলা প্রশাসনের ফান্ডে।
এদিকে উপজেলা সদরে অবস্থিত 'মনপুরা শিল্পকলা একাডেমি' ও 'এ. আর. পল্লি সাংস্কৃতিক সংঘ' নামে দুটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। শিল্পি জুড়ান চন্দ্র মজুমদারের তত্বাবধানে এই দু'টি প্রতিষ্ঠান গত দুই দশক ধরে পরিচালিত হয়ে আসছে। এখানে রুটিন মাফিক নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এমনকি উপজেলার সকল জাতীয় কর্মসূচীতে মনপুরা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে আসছে। এটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে সচল এই দু'টি প্রতিষ্ঠানে নামের তালিকা একাধিকবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে পাঠানোর পরও অনুদানের তালিকায় একবারও নাম আসেনি।এব্যাপারে মনপুরা শিল্পকলা একাডেমির পরিচালক শিল্পি জুড়ান চন্দ্র মজুমদার জানান, আমরা প্রতি বছরই সচল প্রতিষ্ঠান দু'টির নাম পঠাচ্ছি মন্ত্রনালয়ে। অথচ উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠান দু'টির কার্যক্রম নিয়মিত থাকার পরও অজানা কারনে অনুদানের তালিকায় নাম অন্তর্ভূক্ত হচ্ছেনা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, সচল সাংস্কৃতিক প্রতিষ্ঠান দু'টির নাম আমরা মন্ত্রনালয়ে পাঠাচ্ছি। তবে অনুদানের তালিকাভুক্ত অস্তিত্বহীন প্রতিষ্ঠান দু'টির ব্যাপারে তেমন কোন তথ্য জানা যায়নি। অজ্ঞাত অসচ্ছল শিল্পিদের নামে ব্যক্তিগত মাসিক ভাতা এসেছে। এখন পর্যন্ত ভাতা উত্তোলনের ব্যাপারে কেউ যোগাযোগ করেনি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় ভিজিএফ,হতদরিদ্রদের সুবিধা হরিলুট [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নান্দাইলের চর ভেলামারীতে বালু সিন্ডিকেট তৎপর [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় ভুর্তকির কৃষিযন্ত্র নিতেও ঘুষ দিতে হয় [ প্রকাশকাল : ২৫ জুলাই ২০২২ ০৫.০৭ অপরাহ্ন]
-
রাণীনগরে জরাজীর্ন ভবনে চলছে ইউপির কার্যক্রম [ প্রকাশকাল : ২৬ জুন ২০২২ ০৪.০৫ অপরাহ্ন]
-
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত খাবার পাচ্ছে না রুগীরা [ প্রকাশকাল : ০৪ জুন ২০২২ ০৪.০৯ অপরাহ্ন]
-
নওগাঁয় হঠাৎ চালের দাম বেড়েছে গড়ে ১০টাকা [ প্রকাশকাল : ৩০ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
রাজস্ব বাড়লেও আধুনিকতার কোন ছোঁয়াই লাগেনি [ প্রকাশকাল : ২৬ মে ২০২২ ০৬.২০ অপরাহ্ন]
-
মনপুরা নৌ রুটে ফেরি চালু সময়ের দাবি [ প্রকাশকাল : ২৪ মে ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় দিঘী সংস্কারের নামে অবৈধভারে বালি উত্তোলন [ প্রকাশকাল : ১৫ মে ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
শ্রীপুরে ব্রীজ নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে মানুষ [ প্রকাশকাল : ২৫ এপ্রিল ২০২২ ০৭.১০ অপরাহ্ন]
-
নওগাঁয় বিলুপ্তির পথে ১০০ বছরের পুরোনো মন্দির [ প্রকাশকাল : ২১ এপ্রিল ২০২২ ০৬.৩৬ অপরাহ্ন]
-
ঈদযাত্রায় সিরাজগঞ্জের নলকায় বড় যানজটের আশঙ্কা [ প্রকাশকাল : ১৭ এপ্রিল ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুল [ প্রকাশকাল : ১৬ এপ্রিল ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]
-
জাতীয় গ্রীডের বিদ্যুৎ বঞ্চিত মনপুরার দেড় লক্ষ মানুষ [ প্রকাশকাল : ১৫ এপ্রিল ২০২২ ০১.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় তিন কিলোমিটার বেহাল রাস্তা [ প্রকাশকাল : ৩১ মার্চ ২০২২ ০৫.৪০ অপরাহ্ন]