তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রায়গঞ্জে আমণ ধান রোপনে ব্যস্ত কৃষক

রায়গঞ্জে আমণ ধান রোপনে ব্যস্ত কৃষক করোনা মহামারিতেও তারা বসে নেই
[ভালুকা ডট কম : ০৬ আগস্ট]
রায়গঞ্জে চলতি আমন মৌসুমে রোপা আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। চলতি শ্রাবণ মাসের মধ্যে আমন রোপন করতে না পারলে ফলন কম হওয়ার সম্ভাবনা থাকে। সেই লক্ষ্যে কৃষকেরা একদিকে যেমন সময় মতো জমিতে আমন রোপনে ব্যস্ত তেমনি শ্রমিকেরাও ব্যস্ত কৃষকের জমি রোপন কাজে।

ধামাইনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক নাজমুল ইসলাম জানান-তার ১২ বিঘা জমির মধ্যে প্রায় ৬ বিঘা জমিতে রোপন কাজ সম্পন্ন হয়েছে। ১৫-২০ দিনের মধ্যে সব জমিতে রোপা আমণ রোপন সম্পন্ন হবে। সিমলা গ্রামের প্রান্তিক কৃষক আব্দুস ছাত্তার বলেন- তার ৪ বিঘা জামির মধ্যে ২ বিঘা জমির রোপন সম্পন্ন হয়েছে। চান্দাইকোনা গ্রামের কৃষক কামরুজ্জামান রাজু ও রোকনুজ্জামান সবুজ জানালেন অনুরূপ তথ্য।

এক প্রশ্নের জবাবে রোকনুজ্জামান সবুজ বলেন- আমরা কৃষক আমাদের ধর্মই হলো ফসল ফলানো। তাই রোদ বৃষ্টি মাথায় করে আমরা মাঠে কাজ করি।  কোন অবস্থাতেই আমরা এই ধর্ম থেকে বিচ্যূত হতে পারিনা।
এলাকার কৃষকেরা জানান-এক বিঘা জমিতে আমণ রোপনে খরচ হচ্ছে সার, চারা ও শ্রমিক মজুরি দিয়ে  প্রায় ৩হাজার টাকা।  ধান কাটা পর্যন্ত আরো খরচ আছে প্রায় আরো ৩ হাজার টাকা। তিনি বিআর ৫১, ৪৯ ও স্বর্ণা ৫ জাতের ধান রোপন করেছেন।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া গ্রামের কৃষি শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, প্রতি বিঘা জমি চারা রোপনে মজুরি হিসেবে ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা আমরা নিচ্ছি। আর দিন হাজিরা হিসেবে নিচ্ছি ৪০০ থেকে ৫০০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান- এবার আমণ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৬৬৪ হেক্টর । এ পর্যন্ত উপজেলার প্রায় ৭০ ভাগ জমিতে আমণ চারা রোপন কাজ স¤পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ আগামী ১৫ দিনের মধ্যে স¤পন্ন হতে পারে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই