তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, পৃথক মন্ত্রনালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবী
[ভালুকা ডট কম : ০৩ সেপ্টেম্বর]
জাতীয় আদিবাসী পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবীতে আদিবাসী যুব পরিষদ পত্নীতলা থানা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার আরকো অফিস প্রাঙ্গনে করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে ঘরোয়া ভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি পরেশ টুডুর সভাপতিত্বে ও আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কোষাধ্যক্ষ সুধীর তির্কী, প্রো-বোনো লইয়ার্স এসোসিশেন অব বাংলাদেশের এ্যাসিস্টেন্ট পাবলিকেশন সেক্রেটারী ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, পত্নীতলা প্রেসক্লাবের সদস্য দিলিপ চৌহান, পত্নীতলা উপাসনালয় কমিটির সভাপতি জতিন টপ্প্য, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান, আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা থানা শাখার সভাপতি সুজিত পাহান সদস্য মিঠুন পাহান, শাকিল পাহান প্রমূখ।

সভায় দেশের সমতল আদীবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবী তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আদিবাসীদের মাতৃ ভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন, আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন, উচ্ছেদ, ভূমি দখল বন্ধ করন এবং করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই