তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে স্কুল ও কলেজ

কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে স্কুল ও কলেজ
[ভালুকা ডট কম : ১২ সেপ্টেম্বর]
দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলার প্রথম দিনে গাজীপুর জেলার কালিয়াকৈরে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের ব্যাপক  উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। তাদের উপস্থিতিতে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, স্কুল খুলার প্রথম দিনেই স্বাস্থ্য বিধি  মেনে ৯৩ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। যা আমাদের জন্য ইতিবাচক দিক।

এদিকে অধিকাংশ স্কুল কলেজের মুল ফটকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চত করে শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ করার চিত্র দেখা গেছে। কালিয়াকৈর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ বিনা মূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে। এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মৃদুল হোসেন, যুগ্ম আহবায়ক অমিত হাসান, পারভেজ আহমেদ রবিন, উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক জাহিদ হোসেন,প্লাবন প্রসাদ পাল, মেহেদী হাসান,মান্না প্রমূখ।#





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই