বিস্তারিত বিষয়
সড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি
সড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি
[ভালুকা ডট কম : ১৩ সেপ্টেম্বর]
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, সড়ক মহাসড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে৷ নতুন সড়ক পরিবহন আইন হয়েছে কিন্তু তা কার্যকর হতে দেখছি না। এ আইনে লাইসেন্স পারমিটের জন্য দুই হাজার টাকার বদলে ১০ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে৷ শুধুমাত্র সরকার চায় না বলেই সড়কে নৈরাজ্য থেকেই যাচ্ছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী অধিকার দিবস উপলক্ষে ‘যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।
গণপরিবহনে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে তৃতীয়বারের মতো যাত্রী অধিকার দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য- ‘যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের কার্যকর পদক্ষেপ চাই’। আলোচনা সভায় বিশিষ্টজনেরা গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য রুখতে পরিবহন মালিক শ্রমিক সংগঠন ও সরকারের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন । তারা বলছেন, দীর্ঘ লকডাউন শেষে চালু হওয়া গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য এখন চরমে পৌঁছেছে।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, সড়কে বারবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে৷ নিরাপদ সড়কের কথা বলা হচ্ছে, আবার সড়কে নৈরাজ্যও আমরা দেখতে পাচ্ছি৷ এ দেশে সড়ক দুর্ঘটনায় বছরে হাজারো মানুষ মারা যান৷ অথচ করোনায় প্রথম বছরে মারা গেছেন ছয় হাজার মানুষ৷
পৃথিবীর সব দেশের মধ্যে বাংলাদেশে সড়কে নৈরাজ্য, হয়রানি এবং ঝুঁকি সবচেয়ে বেশি৷ এসব সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের৷ জীবনের অধিকার সবচেয়ে বড় অধিকার৷ এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে৷ সড়ক দুর্ঘটনায় নিহত হলে মামলা হলেও মানুষ বিচার পাচ্ছে না৷ পরিবহন খাতে অসম প্রতিযোগিতা চলছে৷ এসব নৈরাজ্য বন্ধ করতে হবে। এ দাবি শুধু আমার নয়, এ দাবি যাত্রীদের, এ দেশের ১৭ কোটি মানুষের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ বলেন, বিশ্বের আর কোনো দেশে চেকপোস্ট বসিয়ে পরিবহন মালিকরা গাড়ি থেকে টাকা আদায় করে না। কিন্তু বাংলাদেশে তা সম্ভব। সরকার আন্তরিক হলে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের অধিকার আদায় করা সম্ভব। শুধুমাত্র সরকার চায় না বলেই সড়কে নৈরাজ্য থেকেই যাচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে৷ নতুন সড়ক পরিবহন আইন হয়েছে কিন্তু তা কার্যকর হতে দেখছি না। এ আইনে লাইসেন্স পারমিটের জন্য দুই হাজার টাকার বদলে ১০ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে৷ তাহলে কি আমরা ঘুষের টাকা বাড়ানোর জন্য আন্দোলন করেছি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জাতীয় বিভাগের অন্যান্য সংবাদ
-
হাসিনাকে রাখী বন্ধন উৎসবে উপহার দিল মমতা [ প্রকাশকাল : ১০ আগস্ট ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
রমজানে নতুন সময় সূচি: অফিস ৯টা থেকে সাড়ে ৩টা [ প্রকাশকাল : ২৮ মার্চ ২০২২ ০১.০০ অপরাহ্ন]
-
শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২২ ০৭.২০ অপরাহ্ন]
-
সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জন [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২২ ০১.৪৩ অপরাহ্ন]
-
বায়ুদূষণে শীর্ষে গাজীপুর [ প্রকাশকাল : ০৩ ফেব্রুয়ারী ২০২২ ০৬.৩৩ অপরাহ্ন]
-
জেলে নৌকায় আগুনে দগ্ধ সেই কিশোর জেলের মৃত্যু [ প্রকাশকাল : ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৫.৪৪ অপরাহ্ন]
-
বেনাপোল বন্দর দিয়ে ২৩ ম.টন ইলিশ গেল ভারতে [ প্রকাশকাল : ২২ সেপ্টেম্বর ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
সড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি [ প্রকাশকাল : ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৫.৩৫ অপরাহ্ন]
-
ভারত সরকারের উপহার চতুর্থ চালানের অ্যাম্বুলেন্স স্থলবন্দরে [ প্রকাশকাল : ১২ সেপ্টেম্বর ২০২১ ০৫.০৪ অপরাহ্ন]
-
ভারতের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে [ প্রকাশকাল : ২৬ আগস্ট ২০২১ ০৪.১৬ অপরাহ্ন]
-
ভারত ভ্রমনে শর্ত শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় [ প্রকাশকাল : ১৬ আগস্ট ২০২১ ০২.১৫ অপরাহ্ন]
-
করোনায় মৃত্যু এবং সংক্রমণ আবারও বেড়েছে [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০২১ ০৭.০০ অপরাহ্ন]
-
ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২১ ০৬.০৬ অপরাহ্ন]
-
লকডাউন বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২১ ০২.০৪ অপরাহ্ন]
-
বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬২৪৫ কোটি [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২১ ০২.১০ অপরাহ্ন]