তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুরে স্ত্রীর নির্যাতনের শিকার স্বামী

শ্রীপুরে স্ত্রীর নির্যাতনের শিকার স্বামী
[ভালুকা ডট কম : ২৫ অক্টোবর]
গাজীপুরে শ্রীপুরে স্ত্রীর নির্যাতনের শিকার হয়েছে স্বামী রমজান আলী মোল্লাহ (৫৫)। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে গতকাল রোববার সন্ধ্যায় স্ত্রীর বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রমজান মোল্লা  উপজেলার ভাংনাহাটি গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। নির্যাতন কারী ওই নারী রমজান মোল্লার স্ত্রী।

নির্যাতিত রমজান মোল্লা জানান, প্রায় ২৫ বছর আগে তাদের  বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রুবী রয়েছে। ৮/১০ বছর যাবৎ স্ত্রী তার কথার অবাধ্য হয়ে ইচ্ছামতো চলাফেরা করে। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয় রমজানকে। এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। স্থানীয়রা জানান, রমজানের স্ত্রী  স্বামীর কথার অবাধ্য হয়ে  চলাফেরা করে। স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

রমজান মোল্লাহ বলেন,তার স্ত্রী দীর্ঘ দিন ধরে তাকে শারিরীক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছে। স্ত্রীর কোন বিষয়ে প্রতিবাদ করলেই নির্যাতিত হতে হয় তাকে। তিনি বলেন ২১ অক্টোবর রাত ৯টার দিকে তার স্ত্রী কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। তার ১দিন পর ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে বাড়িতে আসে। কোথায় ছিল জিজ্ঞাস করলে রমজানকে গালি গালাজ করে  মারপিটের হুমকী দেয়। ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে তার স্ত্রী পুনরায় বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলে রমজান বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী রমজানকে বেধড়ক মারপিট করে  গুরুত্বর  আহত করে। ডাক চিৎকার শুনে পার্শবতী লোকজন এসে রমজানকে উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই