বিস্তারিত বিষয়
রাণীনগরে অধিক পরিমান জমিতে সরিষা চাষ
রাণীনগরে অধিক পরিমান জমিতে সরিষা চাষ,বাজার ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা
[ভালুকা ডট কম : ২২ ডিসেম্বর]
বর্তমানে নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন মাঠ সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে। দেখে মনে হবে কেউ যেন বিস্তীর্ন মাঠজুড়ে হলুদ গাঁদা ফুলের বাগান তৈরি করেছে। সরিষার ফুলের মৌ মৌ গন্ধে ভরে গেছে পুরো মাঠসহ আশেপাশের অঞ্চলগুলো। আর মৌমাছিরা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে।
বর্তমানে বাজারে ভোজ্য তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় এবার উপজেলার সরিষা চাষীরা লাভের স্বপ্ন দেখছেন। চলতি বছর উপজেলায় প্রায় ১৫০হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকুলে এবং বর্তমান বাজার দর অব্যাহত থাকলে সরিষা চাষীরা অনেক লাভবান হতে পারবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা জুড়ে প্রায় ২হাজার ৭০০হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। কিন্তু এবছর তা বৃদ্ধি পেয়ে ২হাজার ৮৫০হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চলতি মৌসুমে কৃষকরা জমিতে বারি সরিষা-৯, ১৪, ১৫ ও ১৭ এবং টরি-৭সহ উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন। শীত মৌসুমে আবহাওয়া সরিষা চাষের উপযোগি হওয়াই এবং বাজারে ভোজ্য তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। কর্মকর্তারা বলছেন, সরিষা চাষে যে পরিমানে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা হয়, তাতে সরিষা কেটে ইরি ধান চাষ করতে তেমন খরচ হয় না। ফলে সরিষা চাষের খরচেই প্রায় ইরি ধান চাষ করা যায়। এছাড়া সরিষা চাষের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তাই ধানের ফলনও অনেক ভাল হয়।
কালীগ্রামের কৃষক মো: আব্দুর রাজ্জাক জানান, গত প্রায় ১০বছর পর এবার সাড়ে ৩বিঘা জমিতে সরিষা রোপন করেছেন। একই গ্রামের আব্দুল খালেক জানান, বাজারে তেল এবং খৈলের দাম বেড়েছে। তাই সরিষাও বাজারে বেশি দামে বিক্রি হবে এবং অধিক লাভবান হওয়া যাবে। এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে এমন আসায় তিনি প্রায় পৌনে চার বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এমন আসা নিয়ে প্রায় ২বিঘা জমিতে সরিষা রোপন করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার প্রায় ১৫০হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে। গত বছরই সরিষার ফলন এবং বাজারদর অনুযায়ী কৃষকরা লাভবান হয়েছেন। এবছর তেল ও খৈলের মূল বৃদ্ধি পাওয়ায় চাষীরা অধিক পরিমান জমিতে সরিষা চাষ করেছেন। এবার উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে বারি সরিষা-১৭ ও ১৪ জাত। আবহাওয়া অনুকুলে থাকলে ফলন এবং বাজার দরে কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা করছি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
সারের পর ডিজেলের দাম বাড়ায় হিমশিমে কৃষক [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.৩৬ অপরাহ্ন]
-
নওগাঁয় খাল খননে ভাগ্য বদলাবে ১২হাজার চাষীর [ প্রকাশকাল : ০৫ আগস্ট ২০২২ ০৪.২০ অপরাহ্ন]
-
নওগাঁয় দিন দিন জমে উঠেছে আখের বাজার [ প্রকাশকাল : ০১ আগস্ট ২০২২ ০৫.৫০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ [ প্রকাশকাল : ২৬ জুলাই ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
নান্দাইলে বাজারে আসছে কালো ও সাদা নজরুল [ প্রকাশকাল : ০৬ জুলাই ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
নওগাঁর পদ্মা-সেতুকে কিনতে হলে লাগবে ২৫লাখ [ প্রকাশকাল : ০৬ জুলাই ২০২২ ০৩.৫৫ অপরাহ্ন]
-
নওগাঁয় নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমচাষীরা [ প্রকাশকাল : ১১ জুন ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে গরু হৃষ্টপুষ্টকরণ ভিটামিন বিতরণ [ প্রকাশকাল : ০৭ জুন ২০২২ ০৭.০৬ অপরাহ্ন]
-
রায়গঞ্জে পাঁচ হাজার বিঘা জমি জলাদ্ধতার শিকার [ প্রকাশকাল : ০৩ জুন ২০২২ ০৫.৫০ অপরাহ্ন]
-
বাজারে আসা শুরু করলো নওগাঁর আম [ প্রকাশকাল : ২৫ মে ২০২২ ০৩.৩০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে লাগাতার বৃষ্টিতে কাটা ধান পচে নষ্ট হচ্ছে [ প্রকাশকাল : ১৩ মে ২০২২ ০৭.৩৪ অপরাহ্ন]
-
২৫মে থেকে বাজারে আসছে নওগাঁর আম [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.১৩ অপরাহ্ন]
-
রায়গঞ্জে গোখাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক-সংকটে কৃষক [ প্রকাশকাল : ০৯ মে ২০২২ ০৭.১৫ অপরাহ্ন]
-
নওগাঁয় ভর্তুকিতে থ্রেসার মেশিন পেলো কৃষকরা [ প্রকাশকাল : ২৮ এপ্রিল ২০২২ ০১.০০ অপরাহ্ন]