বিস্তারিত বিষয়
সখীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মেলা
সখীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ফাইল্যা পাগলের মেলা
[ভালুকা ডট কম : ১৬ জানুয়ারী]
টাঙ্গাইলের সখীপুরে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনুষ্ঠিত হচ্ছে ফাইল্যা পাগলার মেলা। করোনাভাইরাসের কারণে উপজেলা প্রশাসন মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দিলেও হাজারো ভক্ত ও দর্শনার্থী ওই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলে দলে মাজার প্রাঙ্গণে সমবেত হন। ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে মেলা প্রাঙ্গণকে মুখর করে তুলেছেন তাঁরা। তবে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম বালাই নেই।
রবিবার দুপুরে সরেজমিন দেখা গেছে এমন চিত্র। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী করোনাভাইরাস প্রতিরোধে মেলা বন্ধ রাখার নির্দেশ দেন।সরেজমিন আরও দেখা যায়, প্রতিবছরের মতো মাজার প্রাঙ্গণে এবারও মানতকারীদের ভিড়। ব্যান্ড পার্টি বাজিয়ে মাজারের চারদিকে ঘুরছেন ভক্ত ও দর্শনার্থীরা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মেলায় আসা অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। এ ছাড়া গত বছরগুলোর মতো এবার মেলায় পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী জানান, গত শুক্রবার পুলিশ এসে মেলার কার্যক্রম বন্ধ করতে বলেছে। কিন্তু কে শোনে কার কথা, মেলা চলছে তার নিজস্ব গতিতে।মেলায় অংশ নেওয়া একাধিক দোকানদার বলেন, ‘আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দোকানের ভিটা ভাড়া নিয়েছি। এখন মেলা বন্ধ করে আমাদের উঠিয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে।
বেড়বাড়ী থেকে আসা ইয়াকুব আলী নামের এক মানতকারী বলেন, মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে ছেলেসন্তান দান করেন, তবে আমি ফাইল্যা পাগলার মাজারে গিয়ে একটি খাসি জবাই দেব। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। তাই আজকে ছেলেকে নিয়ে মেলায় এসেছি। সরকারি বিধিনিষেধ সম্পর্কে আমি কিছু জানি না।
মেলা উদ্যাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন,প্রশাসনের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা মেলাটি বন্ধ ঘোষণা করেছি। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও মানতকারীদের আগমন বন্ধ করা যায়নি। মেলার শৃঙ্খলা বজায় রাখতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। তবে মানতকারীরা তাঁদের মানত পূরণ করে মাজার জিয়ারত শেষে সুশৃঙ্খলভাবে ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ইতিমধ্যে মেলা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানতকারীরা আবেগের জায়গা থেকে হয়তো মেলায় আসছেন। স্বাস্থ্যবিধির বিষয়টির প্রতি সবারই গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে মেলার বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফালুচান শাহর মাজারকে ঘিরে ৭২ বছর ধরে মেলাটি উদ্যাপন করা হচ্ছে। লোকমুখে মেলাটি ফাইল্যা পাগলার মেলা হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন দূর-দূরান্তর থেকে হাজারো লোক মানত করা মোরগ, খাসি, গরু, মোমবাতিসহ নানা পণ্যসামগ্রী নিয়ে এসে লালমাটির পাহাড়ি এলাকা দাড়িয়াপুরকে এক মিলন কেন্দ্রে পরিণত করেন। মেলায় হিন্দু, মুসলমানসহ নানা শ্রেণি-পেশার উৎসুক জনতা অংশগ্রহণ করেন। তবে এবার মেলাটি বন্ধ ঘোষণা করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ
-
পত্নীতলায় জেলেদের মাঝে ছাগল বিতরণ [ প্রকাশকাল : ১৬ মে ২০২২ ০৫.২২ অপরাহ্ন]
-
৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া চিকিৎসক [ প্রকাশকাল : ১৬ মে ২০২২ ০৫.০৭ অপরাহ্ন]
-
রাণীনগরে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৪ মে ২০২২ ০৬.০৭ অপরাহ্ন]
-
বদলগাছী থানার ওসিকে আদালতের শোকজ [ প্রকাশকাল : ১২ মে ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
সরকারি হালট থেকে অর্ধলক্ষ টাকার গাছ কর্তন [ প্রকাশকাল : ০৯ মে ২০২২ ০৭.১০ অপরাহ্ন]
-
পত্নীতলায় বিশ্ব মা দিবস পালিত [ প্রকাশকাল : ০৮ মে ২০২২ ০৭.৪৪ অপরাহ্ন]
-
নওগাঁয় বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস উদযাপন [ প্রকাশকাল : ০৮ মে ২০২২ ০৭.৩০ অপরাহ্ন]
-
নওগাঁর পাহাড়পুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৪ মে ২০২২ ০১.৩০ অপরাহ্ন]
-
কনেফেকশনারীর খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ [ প্রকাশকাল : ০৪ মে ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
ঈদ সামগ্রী বিতরন করলো আদর্শ বন্ধু সংসদ [ প্রকাশকাল : ০২ মে ২০২২ ০৫.১৩ অপরাহ্ন]
-
গৌরীপুরে মহান মে দিবস পালিত [ প্রকাশকাল : ০১ মে ২০২২ ০৬.৩৮ অপরাহ্ন]
-
পত্নীতলায় মহান মে দিবস পালিত [ প্রকাশকাল : ০১ মে ২০২২ ০৬.৩৪ অপরাহ্ন]
-
শ্রীপুরে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী [ প্রকাশকাল : ৩০ এপ্রিল ২০২২ ০৬.৩৬ অপরাহ্ন]
-
রাণীনগরে এমপির ঈদ উপহার বিতরন [ প্রকাশকাল : ৩০ এপ্রিল ২০২২ ০৬.৩৪ অপরাহ্ন]
-
নওগাঁর শিক্ষা প্রকৌশল অফিসে কর্মচারীদের ভয় [ প্রকাশকাল : ২৯ এপ্রিল ২০২২ ০৬.০০ অপরাহ্ন]