বিস্তারিত বিষয়
রাণীনগরে টিকার জন্য টাকা আদায়ের অভিযোগ
রাণীনগরে টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
[ভালুকা ডট কম : ১৭ জানুয়ারী]
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিকার রেজিস্ট্রেশন ও সনদপত্র দেওয়ার নাম করে এই টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৩হাজার ৪শত ১০জন শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকার (ফাইজার) প্রথম ডোজ দেওয়া হয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয় আবাদপুকুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫হাজার শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম পরিচালনার সময় যাবতীয় খরচ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের ৭শত জন শিক্ষার্থীদের মধ্যে ৬শত ৫৪জন শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। এই সব শিক্ষার্থীদের কাছ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষকরা টিকার রেজিস্ট্রেশন ও টিকার সনদপত্র প্রদানের খরচ হিসেবে অধিকাংশ শিক্ষার্থীদের কাছ থেকে ২০টাকা আর কিছু শিক্ষার্থীদের কাছ থেকে ১০টাকা টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টিকা প্রদান সম্পর্কিত কোন বিষয়ে কোন টাকা না নেওয়ার জন্য কঠোর ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অথচ সেই নির্দেশনা না মেনেই ওই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু ওই শিক্ষা প্রতিষ্ঠানই নয় উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও টিকার জন্য অল্প বিস্তর করে টাকা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায় টিকার সনদপত্র প্রদানের খরচ হিসেবে তাদের কাছ থেকে ১০-২০টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য এবং টিকাকেন্দ্রে যেতে যাতায়াত খরচ বাবদ ওই টাকা লাগবে বলেও শিক্ষকরা জানান। টাকা নেওয়ার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কঠোর ভাবে হুশিয়ারী প্রদান করা হয়েছেও বলে শিক্ষার্থীরা জানায়।
জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান পূর্বাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূরবর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে টিকা গ্রহণ অনেক কষ্টসাধ্য হওয়ায় টিকা প্রদানের জন্য আবাদপুকুর উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয়। টিকা প্রদান সংশ্লিষ্ট খরচ কয়েকটি স্কুল তার নিজস্ব তহবিল থেকে বহন করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা না তোলার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযুক্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বিষয়টি অস্বীকার করে বলেন টিকার রেজিস্ট্রেশন ও সনদপত্র বের করতে কিছু টাকা খরচ হয়। সেই খরচের কিছুটা দিতে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন শিক্ষার্থীদের টিকা প্রদান সংশ্লিষ্ট কোন বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কাউকে এক পয়সাও তোলার কোন নির্দেশনা দেওয়া হয়নি। ওই কেন্দ্রে টিকা প্রদানের জন্য যাবতীয় খরচের ব্যবস্থা আমরা করে দিয়েছি কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক কার নির্দেশে এমন জঘন্যতম কাজ করলেন সেই বিষয়ে দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষার্থীদের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এইচ.এম. ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন টিকা ও টিকা প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিসহ অন্যান্য সরঞ্জাম আমার বিভাগ সরবরাহ করবে আর কেন্দ্র নির্ধারন ও কেন্দ্রের যাবতীয় খরচের ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ। ওই কেন্দ্রে আমার লোকেরা অনেক কষ্ট করে শিক্ষার্থীদের সুষ্ঠ ভাবে যত্ন সহকারে টিকা প্রদান করেছে। সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের টিকা দিচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে যে অসৎ শিক্ষকরা টাকা নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে টিকা রেজিস্ট্রেশন বা টিকা নেওয়ার জন্য যাতায়াত খরচ কিংবা ভিন্ন নামে কোনো প্রকার টাকা আদায়ের নিয়ম নেই। এমন জঘন্য কাজ যারা করেছে দ্রুত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি [ প্রকাশকাল : ২৭ মে ২০২৩ ০৪.৪০ অপরাহ্ন]
-
ভোলার তজুমদ্দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী [ প্রকাশকাল : ২৬ মে ২০২৩ ০৫.০৩ অপরাহ্ন]
-
মনপুরায় তিন মাস ধরে নেই ইউএনও [ প্রকাশকাল : ২০ মে ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
রবীন্দ্র জয়ন্তীতে অ-ব্যস্থাপনার দায় স্বীকার [ প্রকাশকাল : ১৯ মে ২০২৩ ০১.৪০ অপরাহ্ন]
-
নওগাঁয় মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক [ প্রকাশকাল : ০৮ মে ২০২৩ ১২.১০ পুর্বাহ্ন]
-
কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী [ প্রকাশকাল : ০৫ মে ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
অদৃশ্য খুঁটির জোরে কর্মস্থলে ২৭ বছর [ প্রকাশকাল : ০৪ মে ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ [ প্রকাশকাল : ০১ মে ২০২৩ ০১.১৩ অপরাহ্ন]
-
ফুলে ফুলে ছেঁয়ে গেছে ডিসির বাংলো প্রাঙ্গন [ প্রকাশকাল : ০১ মে ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
টানা ৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
রায়গঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ব্যতিক্রমী উদ্যোগ দালাল ছাড়াই মিলছে সেবা [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২৩ ০৭.৩০ অপরাহ্ন]
-
নান্দাইলে লোডশেডিংয়ে জনজীবন অতীষ্ট [ প্রকাশকাল : ১৭ এপ্রিল ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
দুই পক্ষের দ্বন্দ্বে আলোর মুখ দেখছে না প্রকল্প [ প্রকাশকাল : ১৪ এপ্রিল ২০২৩ ১২.৩০ অপরাহ্ন]
-
খাজনা খারিজের নামে গলাকাঁটা ফি আদায় [ প্রকাশকাল : ১০ এপ্রিল ২০২৩ ০১.৪০ অপরাহ্ন]