বিস্তারিত বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে' বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে'র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট
[ভালুকা ডট কম : ১৭ এপ্রিল]
‘র্যাগ ডে’ উদযাপনের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডিজে পার্টি, বুলিং, নগ্নতা, অশ্লীলতা, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড’ বন্ধে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ (রোববার) এ আদেশ দেয়। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদযাপনের নামে এ ধরনের ‘কুরুচিপূর্ণ ও আপত্তিকর’ কর্মকাণ্ড বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করে গত ৭ এপ্রিল এই রিট আবেদন করেন আইনজীবী কামরুল হাসান।শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদযাপনের নামে ‘ডিজে পার্টিসহ, বুলিং, নগ্ন-অশ্লিল, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড’ বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি রুল জারির আরজি জানানো হয় সেখানে।
একই বিষয়ে তিনি এর আগে উকিল নোটিস দিয়েছিলেন বিবাদীদের। তাদের সাড়া না পেয়ে তিনি এই রিট মামলা করেন।সেখানে বলা হয়, 'র্যাগ ডে' উদযাপনের যেসব ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এসব ভিডিও এতটাই আপত্তিকর যে, তা যে কোনো তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের নৈতিকতা, মূল্যবোধকে নষ্ট করে দিতে পারে। শুধু তাই না, র্যাগ ডে উদযাপনের নামে যা হয়েছে, তা আমাদের প্রচলিত সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ, ঐতিহ্যকে আঘাত করে। অথচ বিবাদীরা এসব কর্মকাণ্ড বন্ধে নিস্ক্রীয় ছিল, যা সম্পূর্ণ বেআইনি।
আবেদনে বলা হয়, যেহেতু দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ এবং তারাই দেশের ভবিষ্যৎ, সেহেতু আগামী প্রজন্মকে এ ধরনের “অপসংস্কৃতির হাত থেকে রক্ষার জন্য র্যাগ ডের নামে অশ্লীলতা, ডিজে পার্টি ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক এসব কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ
- নওগাঁয় নিয়োগ বন্ধের দাবীতে অভিযোগ [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২৪ ১২.০৪ অপরাহ্ন]
- নওগাঁর পরীক্ষার্থী আটকের ঘটনা তদন্তে কমিটি [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১২.০৫ অপরাহ্ন]
- নওগাঁর মাদ্রাসা কেন্দ্রে ৫৭ পরীক্ষার্থী আটক [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২৪ ০৮.০৫ অপরাহ্ন]
- ত্রিশালে শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬.১০ অপরাহ্ন]
- নান্দাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২৪ ১২.০২ অপরাহ্ন]
- যশোর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১২.৩৩ অপরাহ্ন]
- নওগাঁয় ছিমছাম পরিবেশে চলছে পাঠদান [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪.১০ অপরাহ্ন]
- রাণীনগরে স্কুলের কমিটি গঠন নিয়ে মারামারি [ প্রকাশকাল : ৩০ আগস্ট ২০২৩ ০৩.৩৪ অপরাহ্ন]
- রাণীনগরে এসএসসিতে দুই মাদ্রাসা থেকে দুইজন পাশ [ প্রকাশকাল : ১২ আগস্ট ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
- তজুমদ্দিনে মিল্ক ফিডিং কর্মসুচির উদ্বোধন [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০২৩ ০১.৪২ অপরাহ্ন]
- নওগাঁয় বিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের পা খালি [ প্রকাশকাল : ১৩ জুলাই ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
- নান্দাইলে সাবেক প্রধান শিক্ষক’কে সংবর্ধনা [ প্রকাশকাল : ১১ জুলাই ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
- বদলগাছীতে শিক্ষক ও শিক্ষিকা সাময়িক বরখাস্ত [ প্রকাশকাল : ০৬ জুলাই ২০২৩ ১০.০৪ পুর্বাহ্ন]
- বদলগাছীতে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর কর্মকান্ড [ প্রকাশকাল : ০৫ জুলাই ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
- নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান [ প্রকাশকাল : ২৬ জুন ২০২৩ ০২.১১ অপরাহ্ন]