বিস্তারিত বিষয়
নওগাঁর চামড়া সমাচার
ট্যানারী মালিকদের সিন্ডিকেটের কারণে পথে বসেছে নওগাঁর চামড়া ব্যবসায়ীরা,সরাসরি সরকারকে চামড়া কেনার আহ্বান
[ভালুকা ডট কম : ০৭ জুলাই]
নওগাঁয় বছরের পর বছর ট্যানারী মালিকদের কাছ থেকে পাওনা কোটি কোটি টাকা না পাওয়ায় পথে বসেছে অনেক চামড়া ব্যবসায়ী। আবার অনেকেই দেউলিয়া হয়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় নিজের ভিটেমাটি ছেড়ে পালিয়ে গেছে। আর প্রতি বছর কোরবানীর ইদে চামড়ার দামের চরম দরপতনে প্রতিবছরই লাভের আশায় চামড়া কিনে লোকসানের মুখে পড়তে হচ্ছে নওগাঁর চামড়া ব্যবসায়ীদের। মূল্যবান সম্পদ চামড়ার সুদিন ফিরে আনতে ট্যানারী মালিক নয় চামড়া ব্যবসাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে সরাসরি সরকারকে একটি নির্ধারিত মূল্যে চামড়া কেনার আহ্বান জানিয়েছে নওগাঁর চামড়া ব্যবসায়ী মহল।
আন্তর্জাতিক বাজারে ও ভারতে চামড়ার দাম বেশি থাকলেও ট্যানারী মালিকদের দু’টি সংগঠন সিন্ডিকেটের মাধ্যমে দাম নির্ধারণ করে দেওয়া ও বকেয়া টাকা পরিশোধ না করার কারণে দিন দিন চামড়া ব্যবসা থেকে অধিকাংশ ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। অপরদিকে লবনের দাম দ্বিগুন বৃদ্ধি হওয়াসহ শ্রমিক সংকট নতুন করে হতাশায় ফেলেছে চামড়া ব্যবসায়ীদের। এই বারের ঈদে ৫থেকে ৬কোটি টাকার চামড়া বেচা কেনার সম্ভাবনা থাকলেও ট্যানারী মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় আসন্ন ইদে চামড়া কেনা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। প্রতি বছর ইদুল আযাহার দিনে নওগাঁয় কোরবানীর পশুর চামড়ার বিশাল বাজার বসে। শহরের বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চল থেকে চামড়া কিনে এনে বিক্রির জন্য ভীড় করে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। কোন ব্যাংক কিংবা ব্যক্তিরাও আর চামড়া ব্যবসায়ীদের টাকা ঋণ দিতে চায়না। আর যদি ট্যানারী মালিকরা বকেয়ার টাকার অর্ধেক টাকাও দিতো তাহলে আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠতো নওগাঁর চামড়া ব্যবসা।
চামড়া ব্যবসায়ী মোস্তফা, রাশেদুল ইসলামসহ অনেকেই বলেন, বর্তমানে লবণসহ সব কিছুর দাম বেড়ে গেছে। দীর্ঘদিনের ব্যবসা বলে আমরা ঝুঁকি নিয়ে লাভের আশায় প্রতি বছরই চামড়া কিনে ট্যানারী মালিকদের দিই। কিন্তু বকেয়া টাকা দেওয়ার আশ্বাসে ট্যানারী মালিকরা বছরের পর বছর আমাদের টাকা না দেওয়ায় আজ চামড়া ব্যবসা থেকে মুখ ফিরে নিচ্ছে ব্যবসায়ীরা। অথচ সরকারের কাছ থেকে ঠিকই সকল সুবিধা ভোগ করছেন ট্যানারী মালিকরা আর আমরা জলে ভেসে যাচ্ছি।
নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বলেন এবার সরকারের পক্ষ থেকে চামড়া দাম কিছুটা বাড়ানো হয়েছে এতে করে ট্যানারী মালিকদের লাভ। আমাদের কোন লাভ নেই। তার কারণ ট্যানারী মালিকরা আমাদেরকে জিম্মি করে চামড়া নেয় আর আমরা একটু লাভের আশায় তাদের হুকুম মেনে চলি। এই চামড়া ব্যবসাকে সরকার যদি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসতো আর সরকার সরাসরি আমাদের কাছ থেকে চামড়া কিনে নিতো তাহলে হয়তোবা চামড়া ব্যবসায় আবার যৌবন ফিরে পেতো।
নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, চামড়া জাতীয় সম্পদ। এই সম্পদটি যেন নষ্ট না হওয় সেজন্য আমরা প্রতি ইদেই চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করে রেখে সেগুলো ট্যানারী মালিকদের কাছে হস্তান্তর করি। আর সেই সুযোগে ট্যানারী মালিকরা বছরের পর বছর আমাদের ক্ষতি করেই যাচ্ছে। পাওনা টাকা ফেরতের আশায় একাধিকবার বাণিজ্য মন্ত্রনালয় বরাবর আবেদনও করেছি কিন্তু কোন লাভ হয়নি। ট্যানারী মালিকদের সিন্ডিকেটে পড়ে আজ দেশের বিভিন্ন অঞ্চলের সকল চামড়া ব্যবসায়ীরা পথে বসতে চলেছে। পাওনা টাকা পরিশোধ না করার কারনে আমরা আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি। তাই চামড়া ব্যবসাকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন চামড়া একটি জাতীয় সম্পদ। চামড়া অত্যন্ত মূল্যবান একটি পণ্য। চামড়ার দাম না থাকায় প্রতিবছরই আমরা দেখেছি চামড়া নষ্ট হয়ে যেতে। কিন্তু আসন্ন কোরবানীর ইদে নওগাঁয় জবাই করা পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য চমড়ায় দ্রুত লবণ মাখিয়ে সংরক্ষণ করার প্রচার-প্রচারনা চলানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও জেলার ১১টি উপজেলা প্রশাসনকে চমড়া সংরক্ষণ করার বিষয়টি সাধারন মানুষদের সচেতন করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
রায়গঞ্জে চরম বিপাকে ইটভাটা ব্যবসা [ প্রকাশকাল : ২৯ জানুয়ারী ২০২৩ ০৮.০০ অপরাহ্ন]
-
জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ২৫ জানুয়ারী ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
জাতীয় স্কাউট জাম্বুরী-২০২৩ [ প্রকাশকাল : ২২ জানুয়ারী ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
যশোরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৩ ০৭.০০ অপরাহ্ন]
-
প্রাণ ফিরে পাচ্ছে নওগাঁর তুলশীগঙ্গা নদী [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২৩ ১২.৩৪ অপরাহ্ন]
-
মানুষের সমাগমে মাক্স পরা প্রয়োজন-স্বাস্থ্যমন্ত্রী [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০২৩ ০৫.০০ অপরাহ্ন]
-
অনলাইনে গেটপাস জটিলতায় পেট্রাপোল বন্দর [ প্রকাশকাল : ০৩ জানুয়ারী ২০২৩ ০৪.৩৮ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২২ ০৬.২৩ অপরাহ্ন]
-
ওমিক্রনের ধরন বিএফ-৭ সতর্কতা জারি [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২২ ০৬.২০ অপরাহ্ন]
-
হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় [ প্রকাশকাল : ২১ ডিসেম্বর ২০২২ ০২.০৫ অপরাহ্ন]
-
০৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস [ প্রকাশকাল : ০৬ ডিসেম্বর ২০২২ ০৩.০০ অপরাহ্ন]
-
ভালুকার মল্লিকবাড়ি হানাদার ক্যাম্প খুন ধর্ষনের স্বাক্ষী [ প্রকাশকাল : ০১ ডিসেম্বর ২০২২ ০৪.৩০ অপরাহ্ন]
-
যশোরে ৪ স্তরের নিরাপত্তা বলয়ের প্রস্তুতি [ প্রকাশকাল : ১৯ নভেম্বর ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
শুষ্ক মৌসুমেও সড়কে জলাবদ্ধতা,বিড়ম্বনায় পথচারী [ প্রকাশকাল : ২৩ অক্টোবর ২০২২ ০৪.০১ অপরাহ্ন]
-
শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করেছেন- ধনু [ প্রকাশকাল : ২০ অক্টোবর ২০২২ ০৪.০৩ অপরাহ্ন]