বিস্তারিত বিষয়
নওগাঁয় বকেয়া ভাতার দাবীতে মানববন্ধন
নওগাঁয় বকেয়া ভাতার দাবীতে ভাতাভোগীদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ০২ আগস্ট]
নওগাঁর মান্দায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের বকেয়া ভাতা প্রাপ্তির দাবীতে মানববন্ধন করেছে ভাতাভোগীরা। তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের অবহেলার কারণে ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
এ অবস্থায় বকেয়া ভাতার দাবীতে মঙ্গলবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করে ভাতাভোগীরা। মানববন্ধনে তৎকালীন উপজেলা সমাজসেবা কমকর্তার শাস্তির দাবীও জানানো হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভাতাভোগী বাংড়া গ্রামের কছিমুদ্দীন চৌকিদার, চন্দ্রকোনা গ্রামের শামসুল আলম, কেশবপুর গ্রামের জাহানারা বেগম, সিংগা গ্রামের করপুল বিবি ও তেঁতুলিয়া গ্রামের খতেজা বিবি।
বাংড়া গ্রামের ভাতাভোগী ফাতেমা বিবি বলেন,আগে বইয়ের মাধ্যমে আমাদের টাকা দেওয়া হয়েছে। তখন কোনো সমস্যা হয়নি। অনেক সময় সমস্যা হলে মেম্বার, অফিস ও ব্যাংকের লোকজন মিলে ঠিক করে দিয়েছে। কিন্তু মোবাইলের মাধ্যমে টাকা দেওয়া চালু হওয়ার পর সমস্যার সৃষ্টি হয়। অফিসে বারবার অভিযোগ করেও আমরা টাকা পাইনি।
তেঁতুলিয়া গ্রামের জমিলা বিবি বলেন, ‘মোবাইলে টাকা দেওয়া শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকায় সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে তাঁরা টাকা পেয়েছেন বলেও শুনেছি। কিন্তু তেঁতুলিয়া ইউনিয়নের ১৪৯ জন ভাতাভোগী ৬ মাসের ভাতা আজও পাননি। তৎকালীন সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামানের অবহেলার কারণে আমরা ভাতা বঞ্চিত হয়েছি। আমরা তাঁর শাস্তির দাবি জানাচ্ছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মোবাইল ব্যাংকিং সেবাপ্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে ভাতা দেওয়া চালু হলে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৬ মাসের ভাতা পাননি তেঁতুলিয়া ইউনিয়নের ১৪৯ জন ভাতাভোগী। ওই সময় ভাতার দাবিতে সমাজসেবা অফিস ঘেরাওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন তাঁরা। কিন্তু এখন পর্যন্ত বকেয়া ভাতা থেকে বঞ্চিত আছেন ভাতাভোগীরা।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ২০২০-২১ অর্থবছরের টাকা ব্যাংক থেকে ফেরত চলে গেছে। সেই ক্ষেত্রে বকেয়া ভাতা প্রাপ্তির আর কোনো সুযোগ নেই। এ বিষয়ে তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বর্তমানে রাজশাহী ‘ছোটমনি’ নিবাসের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে মোবাইলফোনে বারবার চেষ্টা করেও ফোনটি রিসিভ না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, গত ২০২০সালে মোবাইলের মাধ্যমে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হলে সেই সময় অনেকের যে মোবাইল নম্বর দিয়ে এ্যাকাউন্ট খোলা হয়েছিলো সেই নম্বরটি ভুল কিংবা বন্ধ থাকার কারণে অনেকেই ভাতা থেকে বঞ্চিত হয়েছিলেন। তবে পরবর্তিতে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলো তাদের ভুলগুলো ঠিক করার পর এখন তারা নিয়মিত ভাতা মোবাইলের মাধ্যমে পাচ্ছেন। তবে ওই সময় যারা ভাতা পাননি তাদের আর সেই ছয় মাসের ভাতা পাওয়ার কোন সম্ভাবনা নেই। জেলার প্রায় আড়াই লাখ মানুষ বর্তমানে নিয়মিত বিভিন্ন ভাতা পাচ্ছেন। পরবির্ততে এমন সমস্যা হলে সেই বিষয়গুলো আমরা যত্ন সহকারে দেখবো।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ
-
জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের ওপর নির্যাতন [ প্রকাশকাল : ০৮ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে র্যালী [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে মতবিনিময় সভা [ প্রকাশকাল : ০৬ আগস্ট ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
ত্রিশাল হেল্পলাইন এর নতুন কমিটি [ প্রকাশকাল : ০৬ আগস্ট ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
নান্দাইলে কৃর্তি সন্তান পিতাপুত্র বিশ্বনাথে পুরস্কৃত [ প্রকাশকাল : ০৫ আগস্ট ২০২২ ০৪.৫০ অপরাহ্ন]
-
নান্দাইলে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন [ প্রকাশকাল : ০৪ আগস্ট ২০২২ ০৪.১৫ অপরাহ্ন]
-
নান্দাইলে অবৈধভাবে চলছে গরুর হাট [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
পত্নীতলায় মৎস্য চাষীদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
রাণীনগরে শোক দিবস পালনে প্রস্তুতি সভা [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
নওগাঁয় বকেয়া ভাতার দাবীতে মানববন্ধন [ প্রকাশকাল : ০২ আগস্ট ২০২২ ০৬.০৪ অপরাহ্ন]
-
রাণীনগরে শিশু সুরক্ষা নিশ্চিতে র্যালী-আলোচনা [ প্রকাশকাল : ৩১ জুলাই ২০২২ ০৭.৪৪ অপরাহ্ন]
-
সখীপুরে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০৯ অপরাহ্ন]
-
নান্দাইলে কাজী নিয়োগ বন্ধের দাবীতে আদালতে মামলা [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
রাণীনগরের গলার কাঁটা পাঁকাকরণের কাজ [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২২ ০৬.৩০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে ফ্রি ফ্রাই ডে ক্লিনিক এর শুভ উদ্বোধন [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২২ ০৬.০৮ অপরাহ্ন]