বিস্তারিত বিষয়
নওগাঁয় জাল শিক্ষক নিবন্ধন সনদে একযুগ চাকরি
নওগাঁয় জাল শিক্ষক নিবন্ধন সনদে একযুগ চাকরি
[ভালুকা ডট কম : ০৭ আগস্ট]
নওগাঁর মহাদেবপুরের পাহাড়পুর জিতেন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক বিপ্লব কুমার মন্ডল জাল শিক্ষক নিবন্ধন সনদে ১২বছর চাকরি করেছে। এসংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন গত ২৭জুলাই বুধবার প্রধান শিক্ষককে পাঠিয়েছে এনটিআরসিএ এর সহকারী পরিচালক তাজুল ইসলাম।
এর পূর্বে গত ২৪ মে ২০২২ তারিখে এনটিআরসিএ সহকারী পরিচালক তাজুল ইসলামের স্বাক্ষরিত পত্রে তিনি শিক্ষক বিপ্লব কুমার মন্ডলের নিয়োগকালীন সকল কাগজপত্রসহ তার শিক্ষাগত যোগ্যতার সনদের কপি চেয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে পত্র প্রেরণ করেন। সে পত্র মারফত জানা যায়, সহকারী শিক্ষক (উদ্ভিদ বিদ্যা) বিপ্লব কুমার মন্ডল, পিতা: বিমল চন্দ্র মন্ডল, রোল নম্বর: ১১১৫০৫৫০; রেজি নম্বর: ৭০০০২৫৮, ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০০৭ এর শিক্ষক নিবন্ধন সনদের সঠিকতা যাচাই করা প্রয়োজন। সে প্রেক্ষিতে উক্ত শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নিয়োগপত্র ও যোগদান পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরি ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।
কাগজপত্রের আলোকে জানা যায়, গত ২২ আগস্ট ২০১১ তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিপ্লব কুমার মন্ডল ২০০৭সালের বিজ্ঞান বিষয়ের (উদ্ভিদ বিদ্যা) পাশ করা একটি শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে ১৬ নভেম্বর ২০১১ তারিখে গঠিত নিয়োগ বোর্ডে তার চাকরি হয়। যার নিবন্ধন নং ৭০০০২৫৮/২০০৭, এ নিবন্ধন পরীক্ষায় তার রোল নম্বর ১১১৫০৫৫০ এবং পরীক্ষার ফল প্রকাশের তারিখ ২৬ ডিসেম্বর ২০০৭ খ্রিঃ। নিয়োগের পর শিক্ষক বিপ্লব কুমার মন্ডল বিদ্যালয়ে ১৫ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে যোগদান করেন এবং তার নিয়োগকালীন নিবন্ধন সনদ দিয়েই ১ নভেম্বর ২০১২ তারিখে এমপিওভুক্ত হন। এপর্যন্ত সে সরকারি কোষাগার থেকে প্রায় ১৭ লক্ষ টাকা উত্তোলন করেছেন।
এনটিআরসিএ থেকে গত ২৭ জুলাইয়ে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, তিনি যে শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি নিয়েছেন এ সনদটি অন্য ব্যক্তির বিপ্লব কুমার মন্ডলের নয়। প্রকৃত সনদধারীর নামঃ খোরশেদা আক্তার, পিতা: মোঃ চাঁন মিয়া, মাতাঃ রোকেয়া বেগম, জেলাঃ কুমিল্লা বিষয়ঃ প্রাণীবিদ্যা, প্রাপ্ত নম্বর: আবশ্যিকে ৫৩ ও ঐচ্ছিকে ৫৩। এ পত্রে আরও জানা যায় যে, সে জাল/জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে। একারণে জাল ও ভুয়া সনদধারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়ের করে তার অনুলিপিসহ এনটিআরসিএ অফিসকে অবহিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এনটিসিআরএ হতে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের নির্দেশ দিলে বিপ্লব কুমার মন্ডল নিয়োগ বোর্ড গঠন ও যোগদানের ১বছর পর ২০১২ সালে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করেন। তিনি যে শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকুরী নিয়েছেন সেই সনদের তথ্য যাচাইয়ের জন্য না পাঠিয়ে নিয়োগের ১ বছর পরে পাস করা ১০১১১১১২ নং সিরিয়াল ও রোল নম্বরের শিক্ষক নিবন্ধন সনদটি যাচাইয়ের জন্য এনটিআরসিএ তে পাঠিয়ে ছিলেন।
এব্যাপারে জানতে বিপ্লব কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।=এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মায়া রানী শাহা বলেন, আমি অসুস্থ আমি কথা বলতে পারবো না। এরপর তিনি মুঠোফোনে লাইন কেটে দেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় ছিমছাম পরিবেশে চলছে পাঠদান [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪.১০ অপরাহ্ন]
-
রাণীনগরে স্কুলের কমিটি গঠন নিয়ে মারামারি [ প্রকাশকাল : ৩০ আগস্ট ২০২৩ ০৩.৩৪ অপরাহ্ন]
-
রাণীনগরে এসএসসিতে দুই মাদ্রাসা থেকে দুইজন পাশ [ প্রকাশকাল : ১২ আগস্ট ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে মিল্ক ফিডিং কর্মসুচির উদ্বোধন [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০২৩ ০১.৪২ অপরাহ্ন]
-
নওগাঁয় বিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের পা খালি [ প্রকাশকাল : ১৩ জুলাই ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে সাবেক প্রধান শিক্ষক’কে সংবর্ধনা [ প্রকাশকাল : ১১ জুলাই ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
বদলগাছীতে শিক্ষক ও শিক্ষিকা সাময়িক বরখাস্ত [ প্রকাশকাল : ০৬ জুলাই ২০২৩ ১০.০৪ পুর্বাহ্ন]
-
বদলগাছীতে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর কর্মকান্ড [ প্রকাশকাল : ০৫ জুলাই ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান [ প্রকাশকাল : ২৬ জুন ২০২৩ ০২.১১ অপরাহ্ন]
-
নান্দাইলে ১জন শিক্ষিক দিয়ে বিদ্যালয় [ প্রকাশকাল : ১৩ জুন ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
নান্দাইলে শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি দমন কমিশনের অনুদান [ প্রকাশকাল : ১০ জুন ২০২৩ ০৯.১০ অপরাহ্ন]
-
রাণীনগরের একাধিক বিদ্যালয় নির্দেশনা অমান্য [ প্রকাশকাল : ১০ জুন ২০২৩ ০৯.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় দুদকের শিক্ষাবৃত্তি প্রদান [ প্রকাশকাল : ০৬ জুন ২০২৩ ০১.৩১ অপরাহ্ন]
-
নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান [ প্রকাশকাল : ০১ জুন ২০২৩ ০২.৩৩ অপরাহ্ন]
-
নওগাঁয় ন্যাশনাল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া [ প্রকাশকাল : ২০ মে ২০২৩ ০১.২০ অপরাহ্ন]